
New Zealand Cricket Team: ভারতে নিরাপত্তার অভাব রয়েছে বলে যে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board), তা যে পুরোপুরি মিথ্যা ও ভুয়ো, এই প্রমাণ পাওয়া গেল। ভারতকে কিছু করতে হল না, নিউজিল্যান্ডের ক্রিকেটাররাই ভারতে নিরাপত্তার অভাব নিয়ে বাংলাদেশের ভুয়ো দাবি খারিজ করে দিল। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ভডোদরায় (Vadodara) আছেন। রবিবার প্রথম ওডিআই ম্যাচের আগে ভডোদরার অলকাপুরী (Alkapuri) অঞ্চলে রাস্তায় হাঁটতে বেরোন কিউয়ি ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন পুলিশকর্মী। এছাড়া নিরাপত্তার জন্য আলাদা করে কোনও ব্যবস্থা করতে হয়নি। বিনা বাধায় রাস্তায় হাঁটেন তাঁরা। রাস্তার পাশে মোটরবাইক রাখা ছিল। অনেকে রাস্তায় ছিলেন। কিন্তু কেউ নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বিরক্ত করেননি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের রাস্তায় হাঁটার ভিডিও শেয়ার করে বাংলাদেশকে ব্যঙ্গ করেছেন ইংল্যান্ডের (England) প্রাক্তন আম্পায়ার রিচার্ড কেটলবরো (Richard Kettleborough)। তিনি লিখেছেন, 'নিউজিল্যান্ড ক্রিকেট দল ভডোদরায় সকালে হাঁটতে বেরিয়েছিল। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে আশঙ্কায়। বিসিবি-কে এই ভিডিও দেখান। ভারতই ক্রিকেট খেলার জন্য সেরা জায়গা। এই কারণেই প্রতি দু'টি আইসিসি ইভেন্টের মধ্যে একটি ভারতে হয়।'
একাধিকবার আইসিসি-কে (ICC) চিঠি দিয়ে টি-২০ বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় (Sri Lanka) দেওয়ার আর্জি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানো হচ্ছে না। ফলে বাংলাদেশের কাছে এখন দুটো রাস্তা খোলা। হয় মাথা নিচু করে ভারতেই খেলতে আসতে হবে, না হলে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে নাম প্রত্যাহার করে নিতে হবে। এ বিষয়ে বাংলাদেশের ক্রিকেট মহল দ্বিধাবিভক্ত। সে দেশে তর্ক-বিতর্ক চলছে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।