ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ: চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে দলে ধ্রুব জুরেল

Published : Jan 11, 2026, 12:16 PM IST
Dhruv Jurel

সংক্ষিপ্ত

India vs New Zealand: রবিবার শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। এই ম্যাচের আগেই চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে যোগ দিলেন।

DID YOU KNOW ?
বারবার চোট ঋষভের
ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ গত কয়েক বছরে বারবার চোট পাচ্ছেন। তাঁর চোট নিয়ে উদ্বিগ্ন ভারতীয় শিবির।

Dhruv Jurel: চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে যাওয়া ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্ত হিসেবে ভারতীয় দলে যোগ দিলেন ধ্রুব জুরেল। রবিবার ভডোদরায় (Vadodara) ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। তার আগেই এদিন সকালে ভারতীয় দলে যোগ দিয়েছেন জুরেল। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তবে জুরেল এই ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে আছেন কে এল রাহুল (KL Rahul)। তাঁর খেলার সম্ভাবনাই বেশি। তবে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে জুরেল ফিট, তাহলে তাঁকে দলে রেখে রাহুলকে শুধু ব্যাটার হিসেবে খেলানো হতে পারে। সেই সম্ভাবনাও রয়েছে।

অনুশীলনে চোট ঋষভের

শনিবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় হঠাৎই ভারতীয় দলের এক সাইড আর্ম থ্রোয়ারের বলে পেটের ডান পাশে চোট পান ঋষভ। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। ভারতীয় দলের ফিজিও, চিকিৎসক তাঁর চোট পরীক্ষা করে জানান, এই উইকেটকিপার-ব্যাটারের পক্ষে আপাতত খেলা সম্ভব হবে না। এই কারণেই পরিবর্ত হিসেবে দ্রুত জুরেলকে ভারতীয় দলে ডেকে নেওয়া হল।

ঋষভের চোট গুরুতর?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার ঋষভ চোট পাওয়ার পরেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর এমআরআই স্ক্যান করানো হয়। বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যরা বিখ্যাত অর্থোপেডিক বিশেষজ্ঞ ড. দীনেশ পারদিওয়ালার (Dr Dinshaw Pardiwala) সঙ্গে আলোচনা করেন। এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে, ঋষভের পেটের পেশি ছিঁড়ে গিয়েছে। এই কারণেই তাঁর পক্ষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলা সম্ভব হবে না। তাঁকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। তারপর রিহ্যাবের জন্য বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) যাবেন। বিসিসিআই মেডিক্যাল টিম ফিট সার্টিফিকেট দিলে তারপরেই ফের ভারতীয় দলে যোগ দিতে পারবেন ঋষভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ।
টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ এবং ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে ভারতের বাজি কে হতে পারেন? জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ: চোটের জন্য প্রথম ম্যাচের আগেই ছিটকে গেলেন ঋষভ পন্থ