প্রশাসনে আসতে চাইছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে লড়াইয়ে তামিম ইকবাল

Published : Aug 31, 2025, 04:50 PM IST
Four members of Tamim Iqbal's family have been infected with Coronavirus sp

সংক্ষিপ্ত

Tamim Iqbal: বাংলাদেশের ক্রিকেটের (Bangladesh Cricket) ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল অবসর নিয়েছেন। এবার তিনি ক্রিকেট প্রশাসনে আসতে চাইছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) নির্বাচনে লড়াই করছেন তামিম।

DID YOU KNOW ?
হৃদরোগে আক্রান্ত হন তামিম
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে এখন তিনি সুস্থ।

Bangladesh Cricket Board: ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) কর্তা হিসেবে কাজ করতে চাইছেন তারকা ব্যাটার তামিম ইকবাল (Tamim Iqbal)। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে লড়াই করছেন। অক্টোবরে নির্বাচন হবে। তামিম আশা করছেন, তিনি জয় পাবেন। দীর্ঘদিন বাংলাদেশের জাতীয় দলের হয়ে সাফল্যের সঙ্গে খেলেছেন। এবার ক্রিকেট প্রশাসনের কর্তা হিসেবেও ভালো কাজ করতে চাইছেন তামিম। তিনি বলেছেন, নির্বাচনে জয় পেয়ে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নির্বাচিত হন, তাহলে সভাপতি পদের জন্য লড়াই করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তামিম বুঝিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হতে আগ্রহী। কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনের কথা ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কী পরিকল্পনা তামিমের?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গে তামিম বলেছেন, ‘কেউ আগে থাকতে বলতে পারে না যে সে সভাপতি নির্বাচিত হবে। আমি নিজে অনেককিছু দেখছি ও শুনছি। কিন্তু আসল প্রশ্ন হল, আমি বিসিবি নির্বাচনে লড়াই করব কি না। ক্রিকেট বোর্ডে প্রথমে ডিরেক্টর নির্বাচিত হতে হবে। তারপর দুই প্রার্থী সভাপতি পদের জন্য লড়াই করবে। ডিরেক্টরদের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন বিসিবি নির্বাচনে লড়াই করবে কি না, তাহলে বলতে পারি আমার খুব ভালো সুযোগ আছে।এবার আমি ডিরেক্টর পদের জন্য লড়াই করছি।’

বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান তামিম

তামিম আরও বলেছেন, ‘আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসা জরুরি। আমি বিশ্বাস করি, আমি যদি ক্রিকেট বোর্ডে আসি, তাহলে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। আমি সবার আগে ডিরেক্টর হতে চাই। তারপর সমর্থন পেলে সভাপতি পদে লড়াই করতে পারি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম ইকবাল। তিনি এবার ক্রিকেট প্রশাসনে আসতে চাইছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম