সংক্ষিপ্ত

তামিম ইকবালকে কি আর বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে? এই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। এশিয়া কাপে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তামিম। ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত।

গত মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন অবসর ঘোষণা করে দেন বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় অপমানিত হয়েই এই সিদ্ধান্ত নেন তামিম। এরপর প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার উদ্যোগে তামিম ও পাপনকে নিয়ে আলোচনায় বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনকার মতো সমস্যা মিটে যায়। অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তামিম। কিন্তু এবার তিনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। এমনকী, এশিয়া কাপেও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফলে ওডিআই বিশ্বকাপেও এই অভিজ্ঞ ব্যাটারকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ফের হস্তক্ষেপ করবেন? এখন এই জল্পনা শুরু হয়েছে।

তামিম বলেছেন, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি-র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে অনেক আলোচনা করেছি। আমার সমস্যার কথা তাঁদের বলেছি। অধিনায়ক হিসেবে এতদিনের যাত্রা দারুণ ছিল। ফলই আমার হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে আমি ভালো কাজ করেছি। তবে আমি এরপর অধিনায়ক থাকলে সেটা স্বার্থপরের মতো কাজ হত। যারা আমাকে চেনে তারা জানে, আমি সবসময় দলকে গুরুত্ব দিই।’

তামিম বুঝিয়ে দিয়েছেন, বিসিবি কর্তারা তাঁর পাশে নেই। সেই কারণেই সরে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ওডিআই দলের সদ্য প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'জোর করলে হয়তো এশিয়া কাপে খেলতে পারতাম। কিন্তু সেটা কেউই চাইছে না। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম।' ওডিআই বিশ্বকাপে কি খেলবেন? এই প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তবে বিসিবি কর্তাদের যা মনোভাব, তাতে তামিমকে ওডিআই বিশ্বকাপের দলে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। 

ইউনুস বলেছেন, ‘তামিমকে ১১ আগস্ট পর্যন্ত রিহ্যাবে থাকতে হবে। তারপর ২১ আগস্ট থেকে ও পুরোদমে অনুশীলন করতে পারবে। এশিয়া কাপ খেলতে আমাদের দল রওনা হবে ২৬ আগস্ট। সেই কারণেই বিসিবি প্রধান, চিকিৎসক, ফিজিওর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এশিয়া কাপের দলে তামিমকে রাখা হবে না।’

বিসিবি প্রধান বলেছেন, 'এশিয়া কাপে খেলতে গেলে তামিমের চোট বেড়ে যেতে পারত। তখন হয়তো আর ওর পক্ষে মাঠে ফেরাই সম্ভব হত না। আমরা এই ঝুঁকি নিতে চাই না। ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে ফিরবে।'

আরও পড়ুন-

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের ঠিক আগে অপ্রত্যাশিতভাবে অবসর ঘোষণা তামিম ইকবালের

'কী করতে হবে ক্রিকেটারদের জন্য?' তামিম ইকবালের অবসর নিয়ে ফের বিতর্কে বিসিবি সভাপতি

Brian Lara : ব্রায়ান লারার সঙ্গে দেখা, উচ্ছ্বসিত শুবমান গিল-ঈশান কিষান