
Mustafizur Rahman to play for Delhi Capitals in IPL 2025: বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) ১৮-২৪ মে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলার জন্য শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate) দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছেন, শনিবার শারজায় (Sharjah) সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) বিরুদ্ধে বাংলাদেশের হয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার পর দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে আসবেন মুস্তাফিজুর। তিনি অস্ট্রেলিয়ান ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে চলেছেন। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল-এ আর খেলতে পারবেন না ম্যাকগার্ক। তাঁর পরিবর্ত হিসেবে ৬ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর।
২০১৬ সালে আইপিএল-এ অভিষেক হওয়া মুস্তাফিজুর এর আগে ২০২২ এবং ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ২০২২ সালে তিনি ৮ ম্যাচে ৭.৬২ ইকনমি রেট ৮ উইকেট নিয়েছিলেন। পরের মরসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে দু'টি ম্যাচ খেলেছিলেন। এরপর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়েও খেলেছেন বাংলাদেশের এই পেসার। আইপিএল কেরিয়ারে ২৯ বছর বয়সি এই ক্রিকেটার ৩৮টি ম্যাচ খেলে ৭.৮৪ ইকনমি রেটে ৩৮ উইকেট নিয়েছেন। তিনি এই টি-২০ লিগে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ইনিংসের সব পর্যায়ে কার্যকরভাবে বোলিং করার জন্য খ্যাতি অর্জন করেছেন। বাংলাদেশের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট নিয়ে মুস্তাফিজুর নিজেকে সাদা বলের ক্রিকেটে অন্যতম শীর্ষস্থানীয় বাঁ হাতি পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ঘরোয়া সার্কিট এবং বিশ্বব্যাপী বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি ২৮১ ম্যাচে ৩৫১ উইকেট নিয়েছেন।
শুক্রবার, দিল্লি ক্যাপিটালসের পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) নিশ্চিত করেছেন যে তিনি চলতি আইপিএল-এ আর কোনও ম্যাচে খেলার জন্য ভারতে আসবেন না। স্টার্ক এবারের আইপিএল-এ দুর্দান্ত বোলিং করছিলেন। ১১ ম্যাচে ২৬.১৪ গড়ে ১৪ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই পেসার। ভারতে ফিরছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটার ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ও ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তবে স্টাবস শুধু লিগের ম্যাচগুলি খেলবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।