
Bangladesh Cricket: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরেও, বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক কিন্তু থামছে না। অপসারিত নাজমুল ইসলামকে তাঁর পুরনো পদেই ফের ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি (najmul islam bcb)। এই সিদ্ধান্তের ফলে, বেজায় চিন্তায় পড়ে গেছেন সেই দেশের ক্রিকেটাররা। তাদের দাবি, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে (najmul bangladesh cricket board)।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। নাজমুল আবার বোর্ডে ফিরে আসায়, ক্রিকেটাররা রীতিমতো আশঙ্কিত। কারণ, আবার তাদের উপর চাপ তৈরি করা হতে পারে। একজন ক্রিকেটারের কথায়, “আপনারা বুঝতেই পারছেন যে, এখানে ঠিক কী কী হচ্ছে।”
তাঁর কথা থেকে কার্যত, স্পষ্ট হয়ে যাচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর ভরসা করতে পারছেন না খোদ ক্রিকেটাররাই। তারা আদতে প্রতারিত হয়েছেন বোর্ড দ্বারা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানোর আবেদন জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, আইপিএল থেকে মুস্তাফিজ়ুর রহমানের বাদ পড়া এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চলমান জল্পনার মাঝেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে নিশানা করে ‘ভারতের দালাল’ আখ্যা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল ইসলাম।তারপর থেকেই শুরু হয় বিতর্ক।
এমনকি, তিনি ক্রিকেটারদের রীতিমতো অপমান করে বলেন, ‘‘ওরা গিয়ে কিছুই করতে পারে না। তবুও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি। আমরা কি ওদের কাছ থেকে কখনও টাকা ফেরত চাই?’’ তাঁর এই মন্তব্য যেন পুরো আগুনে ঘি ঢেলে দেয়।
এরপরেই প্রতিবাদে সোচ্চার হন সেই দেশের ক্রিকেটাররা। বিসিবির ফিন্যান্স কমিটির প্রধানের অপসারণের দাবি জোরালো হয় ক্রমশই। ক্রিকেটাররা হুঁশিয়ারি দেন, যদি নাজমুলকে সরানো না হয়, তাহলে বিপিএল সহ সমস্ত ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়া হবে। ক্রিকেটারদের সংগঠনের তরফে এমনটাই জানানো হয়।
বেজায় চাপে পড়ে গত ১৫ জানুয়ারি, নাজমুলকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেইদিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, ‘‘প্রতিষ্ঠানের সর্বোত্তম স্বার্থ এবং সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার স্বার্থে নাজমুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতেই এবং আইসিসি বাংলাদেশকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ দিতেই, অপসারিত নাজমুলকে ফের একবার পদে ফিরিয়ে এনেছে বিসিবি। শুধু তাই নয় , ফিরিয়ে দেওয়া হয়েছে ফিন্যান্স কমিটির প্রধানের পদ সহ সমস্ত দায়িত্ব।
স্বাভাবিকভাবেই, বিসিবি কর্তাদের এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মাঝেই সুষ্ঠুভাবে বিপিএল শেষ করার স্বার্থেই কি তখন লোকদেখানো অপসারণ করা হয় তাঁকে? এবার সব মিটে যেতেই ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন বোর্ড কর্তারা?
ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করলেন তারা? কারণ, বিসিবি নাজমুলকে ফের পুরনো পদে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তের জেরে রীতিমতো বিস্মিত বাংলাদেশের ক্রিকেটমহলের একাংশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।