গাড়ি নিয়ে বেরিয়ে ঘটালেন মারাত্মক দুর্ঘটনা, গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন

Published : Jan 27, 2026, 06:34 PM ISTUpdated : Jan 27, 2026, 06:49 PM IST
Bengaluru Car Accident

সংক্ষিপ্ত

Jacob Martin: গভীর রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় মারাত্মক দুর্ঘটনা ঘটিয়ে বসলেন প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বারবার গ্রেফতার মার্টিন
প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন একাধিকবার আইন লঙ্ঘন করার দায়ে গ্রেফতার হয়েছেন।

Jacob Martin Arrested: গভীর রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটিয়ে গ্রেফতার হলেন প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন। এই ঘটনা ঘটেছে গুজরাতের (Gujarat) ভডোদরায় (Vadodara)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে আকোতা (Akota) অঞ্চল থেকে ওপি রোডে (OP Road) নিজের বাড়িতে ফিরছিলেন মার্টিন। সেই সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটান। তাঁর বিলাসবহুল গাড়ি অন্য তিনটি গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়িগুলির ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার পর গ্রেফতার হন ভডোদরার রঞ্জি ট্রফি (Ranji Trophy) দলের অধিনায়ক মার্টিন। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে। মার্টিনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তৎপরতায় গ্রেফতার মার্টিন

গভীর রাতে দুর্ঘটনা ঘটলেও, স্থানীয় বাসিন্দারা সজাগ হয়ে যান। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে আকোতা পুলিশের (Akota Police) কর্মীরা তৎপর হয়ে ওঠেন। প্রাথমিক তদন্তে জানা যায়, এই দুর্ঘটনার জন্য দায়ী মার্টিন। এরপর সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনা ঘটানোর জন্য এই প্রাক্তন ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।

বারবার গ্রেফতার মার্টিন

এর আগে ভডোদরার গোত্রী মাদারস স্কুলের (Gotri Mother’s School) কাছে শালিন ফ্ল্যাটসের (Shalin Flats) টেরেসে বসে মদ্যপান করার অভিযোগে গ্রেফতার হন মার্টিন-সহ ছয় জন। জেরার মুখে তিনি জানান, নিজের মেয়ের জন্মদিনে বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। এর আগে গুলি করে পায়রা মারার জন্য এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। বারবার আইন লঙ্ঘন করে চলেছেন মার্টিন। এই কারণে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
ভারতীয় দলের হয়ে ১০টি ওডিআই খেলেছেন জ্যাকব মার্টিন।
১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে ১০টি ওডিআই ম্যাচ খেলেছেন জ্যাকব মার্টিন।
Read more Articles on
click me!

Recommended Stories

অভিষেক শর্মাকে কেন থামানো সম্ভব হচ্ছে না? ব্যাখ্যা নিউজিল্যান্ডের বোলিং কোচের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের পরিবর্তে খেলছে, দল ঘোষণা স্কটল্যান্ডের