Bangladesh vs Afghanistan Series: আফগানিস্তানের কাছে হেরে দেশে ফিরতেই বাংলাদেশ ক্রিকেটারদের উপর হামলা?

Published : Oct 17, 2025, 10:35 AM IST
Bangladesh vs Afghanistan Series: আফগানিস্তানের কাছে হেরে দেশে ফিরতেই বাংলাদেশ ক্রিকেটারদের উপর হামলা?

সংক্ষিপ্ত

Bangladesh Cricket Team: প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং পরের দুটি ম্যাচে ৮ রান ও ২০০ রানে পরাজিত হয় তারা। ভাবা যায়? আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের। 

Bangladesh Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের পর, দেশে ফিরতেই বাংলাদেশ ক্রিকেট দলের উপর হামলার ঘটনা ঘটেছে (Ban vs Afg ODI series result)। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল সিরিজের তিনটি ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করে (bangladesh vs afghanistan cricket match)। 

কুরুচিকর মন্তব্য?

প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং পরের দুটি ম্যাচে ৮ রান ও ২০০ রানে পরাজিত হয় তারা। ভাবা যায়? আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের। সিরিজ শেষে দেশে ফেরার পর, বিমানবন্দরে ক্রিকেটারদের উদ্দেশ্যে নানারকম কুরুচিকর মন্তব্য করা হয় বলে খবর। এমনকি, ক্রিকেটারদের গাড়িতেও হামলা চালানো হয়েছে। 

মেহেদী হাসানের অধিনায়কত্বে বাংলাদেশ দল কার্যত, আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে শোচনীয় হারের মুখোমুখি হয়েছে। প্রথম দশটি ম্যাচের মধ্যে নয়টিতেই হেরে বসে আছে তারা। গত ১৪ অক্টোবর, আবুধাবিরতে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে ২৯৪ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ২৭ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায়। ৪৩ রান করা সাই হাসান ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। 

কী বলছেন বাংলাদেশ ক্রিকেটার?

এই প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ নইম শেখ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আমরা যখন মাঠে নামি, তখন শুধু খেলি না, দেশের নাম বুকে নিয়ে চলি। লাল-সবুজ পতাকা শুধু আমাদের শরীরে নয়, আমাদের রক্তেও মিশে আছে। প্রতিটি বলে, প্রতিটি রানে, প্রতিটি নিঃশ্বাসে আমরা সেই পতাকার সম্মান বাড়ানোর চেষ্টা করি। কখনও আমরা জিতি, কখনও আমরা হারি। জয়-পরাজয় খেলারই একটা অংশ। আমরা জানি, আমরা হারলে আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও আমাদের মতোই এই দেশকে ভালোবাসেন।”

তিনি আরও যোগ করেন, “কিন্তু আজ আমাদের প্রতি যে ঘৃণা দেখানো হল, আমাদের ক্রিকেটারদের উপর যে হামলা হল, তা সত্যিই খুব বেদনাদায়क। আমরাও মানুষ। আমাদেরও ভুল হয়। কিন্তু দেশের প্রতি ভালোবাসা বা আমাদের প্রচেষ্টায় কোনো কমতি থাকে না। প্রতি মুহূর্তে আমরা দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আমাদের ভালোবাসা দরকার, ঘৃণা নয়। সমালোচনা হোক, তবে যুক্তির সঙ্গে। কারণ, আমরা সবাই একই পতাকার সন্তান। আমরা জিতি বা হারি, লাল-সবুজ পতাকা যেন সবসময় আমাদের সকলের গর্বের কারণ হয়। আমরা লড়াই করব, আবার ঘুরে দাঁড়াব। দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম