মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া

Published : Oct 16, 2025, 10:01 PM IST
Alyssa Healy

সংক্ষিপ্ত

2025 ICC Women's Cricket World Cup: পুরুষদের ক্রিকেটের মতোই মহিলাদের ক্রিকেটেও অত্যন্ত শক্তিশালী দল অস্ট্রেলিয়া। চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপেও অ্যালিসা হিলিদের (Alyssa Healy) অসাধারণ পারফরম্যান্স দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া
চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া।

Australia Women vs Bangladesh Women: প্রথম দল হিসেবে চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপের (2025 ICC Women's Cricket World Cup) সেমি-ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে জয় পেতে অ্যালিসা হিলিদের (Alyssa Healy) ২৪.৫ ওভার লাগল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে এই রান খুব বেশি না হলেও, লড়াই করার মতো। কিন্তু অধিনায়ক হিলি এবং অপর ওপেনার ফোব লিচফিল্ডের (Phoebe Litchfield) অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। হিলি ৭৭ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২০টি বাউন্ডারি মারেন। লিচফিল্ড ৭২ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন।

বিফলে শোভনা-রুবিয়ার লড়াই

বাংলাদেশের হয়ে সর্বাধিক ৬৬ রান করে অপরাজিত থাকেন শোভনা মোস্তারি (Sobhana Mostary)। তাঁর ৮০ বলের ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি। ওপেনার রুবিয়া হায়দার (Rubya Haider) ৫৯ বলে ৪৪ রান করেন। তিনি আটটি বাউন্ডারি মারেন। শর্মিন আখতার (Sharmin Akhter) করেন ১৯ রান। অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) করেন ১২ রান। বাংলাদেশের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া উইকেট করে নেন অ্যাশলেঘ গার্ডনার (Ashleigh Gardner), অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland), আলানা কিং (Alana King) ও জর্জিয়া ওয়ারহ্যাম (Georgia Wareham)। এক উইকেট নেন মেগান শাট (Megan Schutt)।

বাংলাদেশের বিদায় নিশ্চিত

অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাঁচ ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকল বাংলাদেশ। এই অবস্থা থেকে শোভনাদের সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার সম্ভাবনা নেই। পয়েন্ট তালিকায় শেষদিকেই থাকতে পারে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কারও সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মহিলাদের ওডিআই বিশ্বকাপে ৮ বার ১০ উইকটে জয় অস্ট্রেলিয়ার।
২০০৫ সালের পর প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে কোনও ম্যাচে ১০ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম