এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের ঠিক আগে অপ্রত্যাশিতভাবে অবসর ঘোষণা তামিম ইকবালের

বাংলাদেশের বর্তমান প্রজন্মের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন তামিম। ফলে তাঁর অবসরে বাংলাদেশ দলে শূন্যতা তৈরি হবে।

এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক তামিম ইকবাল। ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার হঠাৎ অবসর ঘোষণা করে দিলেন তামিম। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে বাংলাদেশ। এরপরেই অবসর ঘোষণা করে দিলেন তামিম। বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিক বৈঠকে অবসরের কথা জানানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তামিম। তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। তামিম বলেন, 'আমার যাত্রা এবার শেষ। আমি নিজের সেরাটা দিয়েছি। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল। আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এই মুহূর্ত থেকে কার্যকর হচ্ছে।'

তামিম আরও বলেছেন, ‘আমি হঠাৎ এই সিদ্ধান্ত নিইনি। আমি অনেক কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলাম। আমি এখানে সেসব কারণের কথা উল্লেখ করতে চাই না। আমি অবসরের কথা ঘোষণা করার আগে পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে, এটাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের উপযুক্ত সময়। আমি সব সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা, আমার পরিবারের সদস্য-সহ আমার এই দীর্ঘ যাত্রায় যাঁরা পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা আমার উপর ভরসা রেখেছিলেন। আমি অনুরাগীদেরও ধন্যবাদ জানাতে চাই। তাঁদের ভালোবাসা ও আস্থাই আমাকে বাংলাদেশের হয়ে সেরা পারফরম্যান্স দেখানোর জন্য অনুপ্রাণিত করেছে। আমি জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য সবার প্রার্থনা চাইছি। দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।’

Latest Videos

তামিমের অবসরের পর এখনও বাংলাদেশের ওডিআই দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। টি-২০ ফর্ম্যাটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে আছেন শাকিব আল-হাসান। টেস্টে বাংলাদেশের নেতৃত্বে আছেন লিটন দাস। ওডিআই ফর্ম্যাটেও এবার বাংলাদেশের নেতৃত্বের ভার দেওয়া হতে পারে লিটনকে।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। সেই ম্যাচে অর্ধশতরান করেন তামিম। বাংলাদেশের হয়ে ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক ৮,৩১৩ রান করেছেন এই ব্যাটার। তিনি ওডিআই ফর্ম্যাটে ১৪টি শতরান করেছেন।বিরাট কোহলি ও রোহিত শর্মার পর বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে তৃতীয় সর্বাধিক রান তামিমের।

আরও পড়ুন-

সুযোগ পেলেন না রিঙ্কু সিং, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর

প্রথম আলাপেই সরাসরি আলিঙ্গন করেছিলেন হার্দিক, অবাক হয়ে গিয়েছিলেন নাতাশা

বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে