সুযোগ পেলেন না রিঙ্কু সিং, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর

মঙ্গলবারই প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের নাম ঘোষণা করেছে বিসিসিআই। পরের দিনই ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল।

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান রিঙ্কু সিং। এরপর ভারতের টি-২০ দলে তিনি সুযোগ পাবেন বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বুধবার বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে, তাতে রিঙ্কুর নাম নেই। তবে রিঙ্কু জাতীয় দলে সুযোগ না পেলেও, আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে টি-২০ সিরিজের দলে জায়গা পেয়েছেন যশস্বী জয়সোয়াল ও তিলক ভার্মা। এই প্রথম যে কোনও ফর্ম্যাটে জাতীয় দলে সুযোগ পেলেন তিলক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল দলে জায়গা পেয়েছেন এই তরুণ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আছেন হার্দিক পান্ডিয়াই। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে আছেন- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।

Latest Videos

এক বিবৃতিতে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বুধবার পুরুষদের সিনিয়র দল নির্বাচন কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল বাছাই করেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে টি-২০ সিরিজ।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। টেস্ট দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কে এস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়ন্ত যাদব ও নবদীপ সাইনি। ওডিআই সিরিজের দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয়রা ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন। সেখানে অনুশীলন করছেন ভারতীয় ক্রিকেটাররা। ক্যারিবিয়ান সফরে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে বিরাট-রোহিতরা।

আরও পড়ুন-

প্রথম আলাপেই সরাসরি আলিঙ্গন করেছিলেন হার্দিক, অবাক হয়ে গিয়েছিলেন নাতাশা

বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা

Asia Cup 2023: ডাম্বুলায় হতে চলেছে ভারত-পাকিস্তান লড়াই, কয়েকদিনের মধ্যেই সূচি প্রকাশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM
জলের জন্য হাহাকার! ৭০ বিঘা চাষ নষ্টের আশঙ্কায় বিক্ষোভ, স্যালো মালিককে ঘিরে তুমুল ধস্তাধস্তি