মীরপুরে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ, এক দশক পর ভারতীয় উপমহাদেশে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতার পর থেকেই টানা হেরে চলেছে বাংলাদেশ। ভারতের মাটিতে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও হেরে গেল বাংলাদেশ।

Soumya Gangully | Published : Oct 24, 2024 8:57 AM IST / Updated: Oct 24 2024, 03:19 PM IST

মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৬ রান তুলে জয় পেল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে এক দশক পর এশিয়ার মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল প্রোটিয়ারা। ২০১৪ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এক দশকেরও বেশি সময় পর ভারতীয় উপমহাদেশে টেস্ট ম্যাচে জয় পেল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে লড়াই করেন মেহিদি হাসান মিরাজ (৯৭), জাকের আলি (৫৮), মাহমুদুল হাসান জয় (৪০) ও মুশফিকুর রহিম (৩৩)। কিন্তু তাতে কোনও লাভ হল না। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ফলে হেরে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে বাংলাদেশ। জয়ের জন্য এই রান যথেষ্ট ছিল না। ফলে দেশের মাটিতে টেস্ট ম্যাচে সাড়ে তিন দিনেই হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার উন্নতি

Latest Videos

বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামদের পয়েন্ট পার্সেন্টেজ বেড়ে হল ৪৭.৬২। পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে টপকে গেল প্রোটিয়ারা। ফলে ভারতীয় দলের উপর কিছুটা চাপ তৈরি হল। অন্যদিকে, ফের হেরে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সাত নম্বরে নেমে গেল বাংলাদেশ। শান্তদের পয়েন্ট পার্সেন্টেজ ৩০.৫৬। ৬৮.০৬ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে এখনও শীর্ষেই আছে ভারতীয় দল। ৬২.৫০ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট

২৯ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এই ম্যাচেও দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনাই বেশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পিচ শুকনো করতে পাখা ব্যবহার, ক্রিকেট দুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয়, মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করেই তৈরি হয়েছেন, জানালেন বেঙ্গালুরু টেস্টের সেরা রাচিন

Share this article
click me!

Latest Videos

'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
১১৩ বছর পরও চলছে Nadia-র ডাকাতদের সেই কালীপুজো! জেনে নিন সেই বিস্ময়কর ইতিহাস! | Kali Puja 2024