বাদ রাহুল, সিরাজ, কুলদীপ, খেলছেন ওয়াশিংটন, পুণে টেস্টে প্রথমে ব্যাটিং নিউজিল্যান্ডের

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়ে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোই রোহিত শর্মাদের লক্ষ্য।

Soumya Gangully | Published : Oct 24, 2024 3:49 AM IST / Updated: Oct 24 2024, 09:47 AM IST

পুণে টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। এই ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হল। বাদ পড়েছেন বেঙ্গালুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে না পারা কে এল রাহুল, মহম্মদ সিরাজ। বেঙ্গালুরুতে উইকেট নেওয়ার পরেও বাদ পড়েছেন স্পিনার কুলদীপ যাদব। ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যেই কুলদীপকে দলের বাইরে রাখা হয়েছে। দলে এসেছেন শুবমান গিল, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ। শুবমান দলে ফেরার অর্থ হল, তিনি তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন। চার নম্বরে ফিরে যাবেন বিরাট কোহলি। যদিও বেঙ্গালুরু টেস্টে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন বিরাট। তবে চার নম্বরে ব্যাটিং করতে তিনি অভ্যস্ত। এই ম্যাচে তাঁকে চার নম্বরেই ব্যাটিং করতে পাঠানো হবে।

ভারতের প্রথম একাদশ

Latest Videos

ভারতীয় দলের হয়ে পুণে টেস্ট ম্যাচে খেলছেন- যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ ও জসপ্রীত বুমরা। নিউজিল্যান্ডের হয়ে খেলছেন- টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, আজাজ প্যাটেল ও উইলিয়াম ও'রুরকি।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল

টসের পর রোহিত বলেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ব্যাটিং করতাম। আমরা গত ম্যাচে প্রথম সেশনে ভালো ব্যাটিং করতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামছি। পিছিয়ে থাকা অবস্থায় টেস্ট ম্যাচে সবসময় প্রত্যাবর্তনের উপায় খুঁজছি। পিচ দেখে শুকনো মনে হচ্ছে। প্রথম ১০ ওভার যে কত গুরুত্বপূর্ণ তা আমরা জানি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসে থাকছেন না, নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করেই তৈরি হয়েছেন, জানালেন বেঙ্গালুরু টেস্টের সেরা রাচিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
১১৩ বছর পরও চলছে Nadia-র ডাকাতদের সেই কালীপুজো! জেনে নিন সেই বিস্ময়কর ইতিহাস! | Kali Puja 2024