'সোশ্যাল মিডিয়া গুরুত্বহীন,' রাহুলের পাশে গম্ভীর, পুণেতে খেলবেন ঋষভ?

Published : Oct 23, 2024, 03:54 PM ISTUpdated : Oct 23, 2024, 04:51 PM IST
India vs England 2022 Rishabh Pant scored Century and set multiple records at Edgbaston test spb

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সিরিজে প্রত্যাবর্তনের লক্ষ্যে তৈরি হচ্ছে ভারতীয় দল।

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এই খবর জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। বুধবার তিনি জানিয়েছেন, 'ঋষভের চোট নিয়ে কোনও উদ্বেগ নেই। ও পুণেতে খেলবে। ও কাল উইকেটকিপিং করবে। ভারতীয় দলের অন্য কোনও খেলোয়াড়ের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।' বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় ডান হাঁটুতে চোট পান ঋষভ। এই চোটের কারণে তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি তিনি। চতুর্থ দিন অবশ্য ব্যাটিং করেন ঋষভ। তবে তিনি পুণেতে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় দূর করলেন গম্ভীর।

কে এল রাহুলের পাশে গম্ভীর

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করতে ব্যর্থ হন কে এল রাহুল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বড় রান করতে ব্যর্থ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। এই ব্যাটারকে পুণেতে বাদ দেওয়ার দাবি ওঠে। যদিও সোশ্যাল মিডিয়া পোস্টের কোনও গুরুত্ব নেই বলে দাবি করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার কোনও গুরুত্ব নেই। টিম ম্যানেজমেন্ট এবং দলের নেতৃত্ব কী ভাবছে সেটাই গুরুত্বপূর্ণ। রাহুল সত্যিই ভালো ব্যাটিং করছে। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কঠিন উইকেটে ভালো ব্যাটিং করে রাহুল।’

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে থাকবেন রাহুল?

রাহুলের পাশে গম্ভীর থাকলেও, এই ব্যাটার যদি পুণে এবং মুম্বইয়েও রান না পান, তাহলে অস্ট্রেলিয়া সফরের আগে সমালোচনার মাত্রা বাড়বে। তখনও টিম ম্যানেজমেন্ট এই ব্যাটারের পাশে থাকবে কি না, সেটা স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চোট নিয়েই বেঙ্গালুরুতে খেলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে থাকছেন ঋষভ পন্থ?

রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার চেয়ে বেশি শতরান, জাতীয় দলে ফিরবেন চেতেশ্বর পূজারা?

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি