শাকিব আল-হাসানকে নিয়ে বাংলাদেশে বিতর্ক অব্যাহত। টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেওয়ার পরেও সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছেন না শাকিব।
মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে অবসর নেওয়া হচ্ছে না শাকিব আল-হাসানের। তিনি বাংলাদেশে ফিরছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মীরপুর টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, তাতে শাকিবের নাম ছিল। কিন্তু এই অলরাউন্ডারের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ দেখিয়েছেন একদল যুবক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তী সরকারের কাছেও প্রতিবাদ জানানো হয়েছে। এরপরেই বাংলাদেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। তিনি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে দেশবাসীর কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। কিন্তু তাতে যে চিঁড়ে ভেজেনি, তা স্পষ্ট হয়ে গিয়েছে। নিজের দেশেই এখন ঘৃণার পাত্র শাকিব। তিনি বাংলাদেশে ফিরলে বিক্ষোভের মুখে পড়বেন। তাছাড়া ঢাকায় খুনের মামলায় গ্রেফতারও হতে পারেন এই ক্রিকেটার। পরিস্থিতি পুরোপুরি প্রতিকূল বুঝে আপাতত বাংলাদেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। তিনি ভবিষ্যতে আবার কবে বাংলাদেশে ফিরবেন সেটা স্পষ্ট নয়।
ভবিষ্যতে কী করবেন শাকিব?
বাংলাদেশের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন শাকিব। কানপুর টেস্টই কার্যত তাঁর বিদায়ী ম্যাচ হয়ে গেল। পরিবারের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এই অলরাউন্ডার। তাঁর স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ফলে সেখানেই স্থায়ীভাবে থাকতে পারেন শাকিব। তিনি জানিয়েছেন, ‘আমি এরপর কোথায় যাব সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। কিন্তু এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’
বাংলাদেশে কেন শাকিবের বিরুদ্ধে ক্ষোভ?
বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় নীরব ছিলেন শাকিব। তিনি আওয়ামি লিগের সাংসদ ছিলেন। এটাই তাঁর বিপক্ষে গিয়েছে। পালাবদলের পর এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষই 'রাজনীতিবিদ' শাকিবের বিরুদ্ধে চলে গিয়েছেন। ক্রিকেটারের চেয়ে শাকিবের আওয়ামি লিগ সাংসদ পরিচয়ই বড় হয়ে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বাংলাদেশে ফেরার পথে বাধা শাকিব আল-হাসানের রাজনৈতিক পরিচয়! বিদায়ী টেস্টে খেলতে পারবেন না?
পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?
আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব