পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?

বৃহস্পতিবার টেস্ট ও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরা অলরাউন্ডার শাকিব আল-হাসান। তবে তিনি বিদায় নেওয়ার আগে দেশের মাটিতে খেলতে চান।

Soumya Gangully | Published : Sep 26, 2024 6:32 PM IST / Updated: Sep 27 2024, 12:43 AM IST

'স্বাধীন' বাংলাদেশের 'বৈষম্য-বিরোধী' সরকার কি একটাই প্রতিহিংসাপরায়ণ যে আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ শাকিব আল-হাসানকে দেশের মাটিতে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে দেবে না? বাংলাদেশে ফিরলেই কি গ্রেফতার হবেন শাকিব? এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার টেস্ট ও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন শাকিব। এই অলরাউন্ডার আর বাংলাদেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলবেন না। কিন্তু দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে বিদায় নিতে চান শাকিব। তবে তিনি সেই সুযোগ পাবেন কি না স্পষ্ট নয়। কারণ, ঢাকার আদাবর থানায় এই ক্রিকেটারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশে ফিরলেই গ্রেফতার হতে পারেন শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা অন্তর্বর্তী সরকার এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা খারিজের বিষয়ে কিছু জানায়নি। ফলে শাকিব বাংলাদেশে ফিরতে পারবেন কি না স্পষ্ট নয়।

শাকিবের পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Latest Videos

বাংলাদেশের হয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাট মিলিয়ে ৪৩৮ ম্যাচ খেলেছেন শাকিব। তিনি বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় এখন নিজের দেশের ক্রিকেট বোর্ডকেই পাশে পাচ্ছেন না এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, 'নিরাপত্তার বিষয় আমাদের হাতে নেই। শাকিবকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড কিছু বলতে পারবে না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই।' ফারুকের কথাতেই স্পষ্ট, তাঁরা শাকিবের বিষয়ে কোনও উদ্যোগ নেবেন না।

ভবিষ্যতে বাংলাদেশে থাকবেন শাকিব?

শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই বাংলাদেশের বাইরে শাকিব। তিনি বিদায়ী টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশে ফিরলেও, ভবিষ্যতে অন্য কোনও দেশে স্থায়ীভাবে থাকতে পারেন। তাঁর প্রথম পছন্দ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব

খুনের মামলায় গ্রেফতারির আশঙ্কা, ভারত সফরের পর দেশে ফিরবেন শাকিব আল-হাসান?

৬ অক্টোবর গোয়ালিয়র বনধের ডাক, 'ভারত-বাংলাদেশ ম্যাচ হতে দেব না,' হুঁশিয়ারি হিন্দু মহাসভার

Share this article
click me!

Latest Videos

'নাম নিলেই পরিবারের উপর হামলা করবে তৃণমূল, তাই অসুস্থ হয়ে পড়ছেন টালা থানার ওসি'- মন্তব্য সুকান্তর
পিছু ছাড়ছে না বৃষ্টি! রেইন কোট পড়ে পুজোয় ঘুরতে হবে! বড় আপডেট আলিপুরের | West Bengal Weather Update |
দম আছে বস! মমতার বাড়ির সামনে গিয়ে মমতাকেই ধুয়ে দিলেন BJP-র মাফুজা খাতুন | Mafuja Khatun BJP | RG Kar
স্থায়ী BLC-র দাবিতে উতপ্ত Sundarbans-এর মৎস্যজীবীরা! চলল ব্যাঘ্র প্রকল্পের দফতরে তালা বিক্ষোভ
RG Kar News | 'অনেক জ্বালিয়েছে, এদের বাবা ছুটেছে এবার ওদেরও ছোটাবো' তেড়ে গেলেন জুনিয়র ডাক্তাররা