মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপে ভারতের প্রতিপক্ষ কারা? কবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই?

ভারতের মহিলা ক্রিকেট দল সিনিয়র পর্যায়ে এখনও পর্যন্ত ওডিআই, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দেশকে প্রথম খেতাব এনে দিতে মরিয়া হরমনপ্রীত কউররা।

Soumya Gangully | Published : Sep 26, 2024 5:42 PM IST / Updated: Sep 26 2024, 11:57 PM IST

মহিলাদের টি-২০ বিশ্বকাপে কঠিন গ্রুপে ভারতীয় দল। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়া এই গ্রুপে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে ভারতীয় দলের লড়াই কঠিন হতে চলেছে। গ্রুপ টপকাতে হলে হরমনপ্রীত কউর, শেফালি ভার্মাদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। ৪ অক্টোবর দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। এরপর ৬ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। দুবাইয়ে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে তিনটেয়। ৯ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। দুবাইয়ে এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায়। ১৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। শারজায় ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় এই ম্যাচ শুরু হবে।

ভারতে কীভাবে দেখা যাবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ?

Latest Videos

ভারতে টেলিভিশনে সরাসরি মহিলাদের টি-২০ বিশ্বকাপ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। বাংলাদেশে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে অস্থিরতা, হিংসাত্মক পরিবেশের কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে মহিলাদের টি-২০ বিশ্বকাপ সরিয়ে নিয়ে গিয়েছে আইসিসি। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট সরে গেলেও, ভারতীয় দলের সমস্যা হওয়ার কথা নয়। কারণ, পরিবেশ-পরিস্থিতি ভারতীয় ক্রিকেটারদের চেনা।

ভারতীয় দলের ভরসা রিচা ঘোষ

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে আছেন- হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল ও সজনা সজীবন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'রোহিত শর্মা অনুপ্রেরণা,' মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে বার্তা শেফালি ভার্মার

আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব

৬ অক্টোবর গোয়ালিয়র বনধের ডাক, 'ভারত-বাংলাদেশ ম্যাচ হতে দেব না,' হুঁশিয়ারি হিন্দু মহাসভার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নাম নিলেই পরিবারের উপর হামলা করবে তৃণমূল, তাই অসুস্থ হয়ে পড়ছেন টালা থানার ওসি'- মন্তব্য সুকান্তর
পিছু ছাড়ছে না বৃষ্টি! রেইন কোট পড়ে পুজোয় ঘুরতে হবে! বড় আপডেট আলিপুরের | West Bengal Weather Update |
দম আছে বস! মমতার বাড়ির সামনে গিয়ে মমতাকেই ধুয়ে দিলেন BJP-র মাফুজা খাতুন | Mafuja Khatun BJP | RG Kar
স্থায়ী BLC-র দাবিতে উতপ্ত Sundarbans-এর মৎস্যজীবীরা! চলল ব্যাঘ্র প্রকল্পের দফতরে তালা বিক্ষোভ
RG Kar News | 'অনেক জ্বালিয়েছে, এদের বাবা ছুটেছে এবার ওদেরও ছোটাবো' তেড়ে গেলেন জুনিয়র ডাক্তাররা