বাংলাদেশে ফেরার পথে বাধা শাকিব আল-হাসানের রাজনৈতিক পরিচয়! বিদায়ী টেস্টে খেলতে পারবেন না?

ভারত সফরেই টি-২০, টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদায়ী টেস্টে খেলতে পারবেন কি না স্পষ্ট নয়।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাকিব আল-হাসান। তিনি হাসিনার দল আওয়ামি লিগের সাংসদও হয়েছিলেন। এখন সেই পরিচয়ই শাকিবের বাংলাদেশে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যাঁরা বাংলাদেশ শাসন করছেন, তাঁরা মুখে বৈষম্য-বিরোধী শাসনব্যবস্থার কথা বললেও, পদে পদে বৈষম্য করছেন। শাকিবের ক্ষেত্রেও দ্বিচারিতা করা হচ্ছে। বিদেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলছেন শাকিব। কিন্তু তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না। ভারত সফরেই টি-২০, টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শাকিব। তিনি বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চাইছেন এই অলরাউন্ডার। কিন্তু বাংলাদেশে বিদায়ী টেস্ট খেলার সুযোগ না-ও পেতে পারেন শাকিব।

শাকিবের রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বন্দ্ব

Latest Videos

বাংলাদেশের বর্তমান শাসকরা যে শাকিবের পাশে নেই, তা স্পষ্ট করে দিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ। তাঁর দাবি, শাকিবের একাধিক পরিচয় আছে। তাঁর ক্রিকেটার পরিচয় নিয়ে সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক পরিচয় নিয়ে সমস্যা আছে। আসিফ বলেছেন, ‘শাকিবের নিরাপত্তার প্রসঙ্গ তুলেছে বিসিবি। দেশের সব নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য সরকার। আমরা অবশ্যই নিরাপত্তা দেব। এক্ষেত্রে মনে রাখতে হবে, শাকিব আল-হাসানের দুই পরিচয় আছে। ও একজন ক্রিকেটার এবং রাজনীতিবিদ। ও আওয়ামি লিগের হয়ে সাধারণ নির্বাচনে লড়াই যোগ দিয়েছিল। ওর দুই পরিচয় নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে।’

বাংলাদেশে ফিরতে পারবেন শাকিব?

শাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। আসিফের বক্তব্য, ‘শাকিব দেশে ফিরলে ওর নিরাপত্তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। কিন্তু যদি সাধারণ মানুষ ওর রাজনৈতিক পরিচয় নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে তাহলে আমাদের কিছু করার নেই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাশে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের মাটিতে বিদায়ী টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন শাকিব?

আচমকা টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর, দেশের মাটিতে খেলে বিদায়ের আশায় শাকিব

শাকিব আল-হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ, বাংলাদেশে ফিরলে গ্রেফতার হবেন তারকা ক্রিকেটার?

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
চোখের সামনেই গুঁড়িয়ে পড়লো আস্ত Ranaghat-এর এক বিল্ডিং! আতঙ্কে গোটা এলাকা | Nadia Latest News Today
Suvendu on Firhad : বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves