Women's T20 World Cup: আত্মবিশ্বাসী দীপ্তি শর্মা, ট্রফি ছাড়া আর কিছুই ভাবছে না ভারত

শুরু হচ্ছে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC Women’s T-20 Cricket World Cup)। আর ভারতে মহিলাদের ক্রিকেটে অনেকটাই উন্নতি করেছে। জাতীয় দলের পারফরম্যান্সই শুধু নয়, ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোও এখন ভালো জায়গায়।

শুরু হচ্ছে মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC Women’s T-20 Cricket World Cup)। আর ভারতে মহিলাদের ক্রিকেটে অনেকটাই উন্নতি করেছে। জাতীয় দলের পারফরম্যান্সই শুধু নয়, ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামোও এখন ভালো জায়গায়।

তাছাড়া শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) মতো প্রতিযোগিতাও। একাধিক ইতিবাচক দিক রয়েছে। কিন্তু সিনিয়র মহিলা দলের হাত ধরে এখন কোনও আইসিসি (ICC) ট্রফি আসেনি। যদিও জুনিয়রদের হাত দিয়ে এসেছে। তাই আরও একটা টি-২০ বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের সিনিয়র অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) মনে করছেন, একটা ট্রফিই সব পরিস্থিতি বদলে দিতে পারে।

Latest Videos

মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। যদিও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা আরব আমির শাহিতে সরানো হয়েছে। দুবাই এবং শারজায় হবে বিশ্বকাপের ম্যাচগুলি। আগামী ৩ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। সেইমতো পৌঁছে গেছে ভারতীয় দলও।

অলরাউন্ডার দীপ্তি শর্মা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিশ্বকাপ মানে বাড়তি চাপ নয়। তবে প্রত্যেকটা প্লেয়ারের কাছেই এটি একটি বড় ইভেন্ট। ব্যক্তিগতভাবে আমি ভীষণ আশাবাদী। তার কারণ, আমাদের মেন্স টিম জিতেছে।”

তিনি আরও যোগ করেন, “প্রত্যেকটা সিরিজেই আমরা ভালো পারফর্ম করেছি। এমনকি, বড় টুর্নামেন্টেও ভালো খেলেছি। এখানে সবচেয়ে ভালো পারফরম্যান্স করা প্রয়োজন। আমরা যেভাবে ২০১৭ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলাম, এরপরই হঠাৎ অনেক কিছু বদলে গেছে। একটা আলাদাই অনুভূতি হয়েছিল। তাই আমি নিশ্চিত, আমরা একটা বিশ্বকাপ ট্রফি জিততে পারলে সমস্ত কিছু বদলে যাবে। দেশের প্রত্যেকটি মেয়ে আরও বেশি করে ক্রিকেটে আকর্ষিত হবে।”

সবমিলিয়ে, যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র