গম্ভীরের কথা মানতেই হল বোর্ডকে, কোন কোন কোচিং স্টাফ আসছেন ভারতীয় দলে?

Published : Jul 20, 2024, 11:26 PM IST
Gautam Gambhir net worth

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) শুরু গম্ভীর জমানা। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী হিসেবে যাবেন অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতে।

ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) শুরু গম্ভীর জমানা। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী হিসেবে যাবেন অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতে।

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই-এর (BCCI) তরফ থেকে গম্ভীরের সহকারীদের নাম এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর, তাই হতে চলেছে। এছাড়া ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে থাকতে চলেছেন টি দিলীপই।

জানা যাচ্ছে, টি দিলীপ ফিল্ডিং ড্রিলস এবং টিম বন্ডিং অনুশীলনের জন্য ভীষণভাবেই পরিচিত। তাই প্রতিযোগিতামূলক পরিবেশে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে অভিষেক নায়ার এবং দুশখাতের অগাধ অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগতে পারে। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে গম্ভীরের সঙ্গে কাজ করেছেন এই দুজন।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রাক্তন দক্ষিণ আফ্রিকার (South Africa) পেসার মর্নি মর্কেল বোলিং কোচ হতে পারেন ভারতের। কারণ, দুই বছর আগে লখনউ সুপার জায়ান্টসে (LSG0 গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন তিনি। টি দিলীপ এবং নায়ার দ্রুত যোগ দেবেন দলের সঙ্গে। কিন্তু দুশখাতে কবে যোগ দেবেন, তা এখনই বলা যাচ্ছে না।

কারণ, লস এঞ্জেলস নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে এখন কাজ করছেন দুশখাতে। ফলে, কলম্বোয় সরাসরি তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

অন্যদিকে, মর্নি মর্কেল কি ভারতীয় দলের বোলিং কোচ হবেন? বোর্ড এই বিষয়ে আলোচনায় বসবে। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী হিসেবে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে কার্যত চূড়ান্ত হওয়ার পথেই রয়েছেন।

এখন দেখার বিষয়, শেষপর্যন্ত বোর্ড (BCCI) কী সিদ্ধান্ত নেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা