IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পরেই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা, বাদ শামি

Published : Sep 22, 2024, 04:48 PM IST
Indian cricket team

সংক্ষিপ্ত

বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় ভারতের (India)। চেন্নাইতে রোহিত শর্মাদের (Rohit Sharma) জয়ের পরই সোশ্যাল মিডিয়াতে ভারত বনাম বাংলাদেশ (Bangladesh) দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় ভারতের (India)। চেন্নাইতে রোহিত শর্মাদের (Rohit Sharma) জয়ের পরই সোশ্যাল মিডিয়াতে ভারত বনাম বাংলাদেশ (Bangladesh) দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে কানপুর টেস্টেও জায়গা হল না বাংলার ক্রিকেটার মহম্মদ শামির। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। তারপর তিন ম্যাচের টি-২০ সিরিজ়ে (T-20 Series) মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ (India vs Bangladesh)।

বাস্তবে প্রথম টেস্টের দলে কোনও পরিবর্তনই করল না বিসিসিআই (BCCI)। চেন্নাই টেস্টের দলে যে ১৬ জন ছিলেন, তাদেরকেই দলে রেখে দেওয়া হয়েছে। গোটা দল ভালো পারফরম্যান্স করেছে বলেই দলে পরিবর্তনের কথা ভাবেনইনি অজিত আগরকররা।

এমনকি, কোচ গৌতম গম্ভীরও দলে কোনও পরিবর্তন চাননি বলে জানা যাচ্ছে। তাছাড়া ভারতীয় শিবিরে চোট-আঘাতের কোনও সমস্যাও নেই। তাই চেন্নাইয়ের দলে থাকা ১৬ জনকে নিয়েই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team Management)।

একনজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের দলে কারা কারা রয়েছেন? ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।

বলা চলে, একই দলের উপর ভরসা রাখলেন নির্বাচকরা। তবে অনেকেই ভেবেছিলেন যে, হয়ত শামি সুযোগ পেতে পারেন দ্বিতীয় টেস্টে। কিন্তু বাস্তবে তা হল না। টিমে সুযোগ পেলেন না তিনি।

তবে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পরেই সোশ্যাল মিডিয়াতে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?