৪০ রানের মধ্যে পড়ল শেষ ৬ উইকেট, চেন্নাই এক্সপ্রেসের ধাক্কায় কুপোকাত বাংলাদেশ

পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জিতে আসার পর ভারত সফরেও একই ফলের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু ভারতীয় দল নিজেদের শক্তি অনুযায়ী খেলতেই বাংলাদেশের জারিজুরি শেষ হয়ে গেল।

Soumya Gangully | Published : Sep 22, 2024 5:57 AM IST / Updated: Sep 22 2024, 11:58 AM IST

রোহিত শর্মা, বিরাট কোহলির ভালো পারফরম্যান্সের দরকারই হল না। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ, শুবমান গিলরাই বাংলাদেশকে ফুৎকারে উড়িয়ে দিলেন। চেন্নাই টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনেই শেষ হয়ে গেল খেলা। ভারতের বোলাররা একটু চেষ্টা করলে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেত। কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে একটু খেলার সুযোগ দেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। রবিবার অশ্বিন অবশ্য আর কোনও সুযোগ দিলেন না। প্রথম ইনিংসে চাপের মুখে শতরান করার পর উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে সেই আফশোস মিটিয়ে নিলেন অশ্বিন। তাঁর ঘরের মাঠ চিপকে ২৮০ রানে জয় পেল ভারত।

সহজ জয় ভারতের

Latest Videos

চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেন ভারতের অধিনায়ক রোহিত। বাংলাদেশের পক্ষে যে ৫০০ রান তুলে ম্যাচ জেতা সম্ভব হবে না, সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৮। রবিবার সকালে লড়াইয়ের চেষ্টা করছিলেন শান্ত (৮২) ও শাকিব আল-হাসান (২৫)। দলের ১৯৪ রানের মাথায় শাকিব আউট হতেই পরপর উইকেট পড়া শুরু হয়। ৪০ রানের মধ্যে শেষ ৬ উইকেট পড়ল।  ২৩৪ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ।

ম্যাচের সেরা অশ্বিন

চেন্নাই টেস্ট ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে অশ্বিন যে পারফরম্যান্স দেখালেন, তাতে অন্য কাউকে ম্যাচের সেরা বাছার সুযোগই ছিল না। যোগ্য ব্যক্তি হিসেবেই ম্যাচের সেরা নির্বাচিত হলেন অশ্বিন। এই তারকা পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান, মহেন্দ্র সিং ধোনির নজির স্পর্শ ঋষভ পন্থের

চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও

বয়স্কতম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন, নতুন উচ্চতায় রোহিত শর্মা

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি