MD. Shami: ফিট নন মহম্মদ শামি, যাচ্ছেন না অস্ট্রেলিয়া সফরে! জানিয়ে দিল বিসিসিআই

Published : Dec 23, 2024, 07:37 PM IST
border gavaskar trophy 2024 bcci ready to send Mohammed Shami to Australia upcoming matches

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া সফরে নেই মহম্মদ শামি। 

কারণ, এখনও তিনি আনফিট। তাই টেস্ট ম্যাচের ধকল নেওয়ার জন্য তিনি এখনও তৈরি নন। তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট বা সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না শামি।

এদিন বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, “রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে শামি মোট ৪৩ ওভার বল করেছেন। তাররে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৯টি ম্যাচেই খেলেছেন তিনি। কিন্তু সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে শামির বাঁ-পা হালকা ফুলেও গেছে।

দীর্ঘদিন পর এত সময় ধরে বোলিং করার জন্যই এই ফুলে যাওয়া। বোর্ড আরও বলেছে, “শামিকে পর্যবেক্ষণ করার পর বোর্ডের চিকিৎসক দলের মনে হয়েছে যে, ওর হাঁটু সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তাই বোলিংয়ের চাপ নিয়ন্ত্রণ করা দরকার। শামি আনফিট থাকার জন্য বর্ডার-গাভাসকার ট্রফির বাকি দুটি টেস্টের জন্য ওর নাম বিবেচনা করা হয়নি।”

উল্লেখ্য, গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন এই তারকা। তারপর তাঁর গোড়ালির অস্ত্রোপচার হয় গত ফেব্রুয়ারি মাসে। এরপর সুস্থ হয়ে গত নভেম্বর মাসে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসেন তিনি।

কিন্তু একটানা খেলার পর, আবার চোট পেয়েছেন তিনি। তার জেরে, তাঁকে বিজয় হজারের দলেও নেওয়া হয়নি। অ্যাডিলেড টেস্টে হারের পর শামিকে নিয়ে রোহিত শর্মা বলেন, “শামি আমাদের দলের গুরুত্বপূর্ণ এক সদস্য। ওর জন্য টিমের দরজা সবসময় খোলা রয়েছে। কিন্তু বিষয়টা আসলে আমাদের হাতে নেই। তবে আমাদের নজর রয়েছে শামির দিকে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে ছোট একটা সমস্যা হয়েছে। তার জেরে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। তাই ১০০ শতাংশ ফিট হয়েই ওর দলে ফেরা উচিত। তাছাড়া শামি দীর্ঘদিন খেলার মধ্যে নেই। ফলে, দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপ দিতে চাই না।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর