মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে কপিল দেবের দু'টি রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন জসপ্রীত বুমরাহ। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই ফাস্ট বোলার।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। পারথে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল বিশাল জয় পেয়েছিল। অপরদিকে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতীয় দল ১০ উইকেটে বিধ্বস্ত হয়েছিল। এরপর ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচটি ২৬শে ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে। এই সিরিজে ভারতের হয়ে একাই আলো ছড়িয়ে চলেছেন জসপ্রীত বুমরা। এই সিরিজে দু'বার ৫ উইকেট-সহ মোট ২১টি উইকেট নিয়েছেন এই পেসার।
আর মাত্র ৬ উইকেট দরকার
মেলবোর্ন টেস্টে ভারতের জয়ের জন্য বুমরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেস্টে প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের দু'টি রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন বুমরা। অর্থাৎ এই পেসার আরও ৬ উইকেট নিলে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে রেকর্ড গড়বেন।
৪৩ টেস্টে ১৯৪ উইকেট নিয়েছেন বুমরা। ২০০ উইকেটে পৌঁছতে তাঁর আর মাত্র ৬ উইকেট দরকার। প্রাক্তন ফাস্ট বোলার কপিল দেব ৫০ টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন। আশা করা হচ্ছে, পরবর্তী টেস্টেই কপিল দেবের এই রেকর্ড ভেঙে দেবেন বুমরা।
কপিল দেবের ২ রেকর্ড
দ্রুততম ২০০ উইকেট শিকার করা ভারতীয় বোলারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন (৩৭ টেস্ট), রবীন্দ্র জাডেজা (৪৪ টেস্ট), হরভজন সিং (৪৬ টেস্ট), অনিল কুম্বলে (৪৭ টেস্ট), বি এস চন্দ্রশেখর (৪৮ টেস্ট) – এই স্পিনাররাই প্রথম পাঁচে রয়েছেন। বুমরা পরবর্তী টেস্টে ৬ উইকেট নিলে ৪৪ টেস্টে ২০০ উইকেট নেওয়া জাদেজার রেকর্ড স্পর্শ করবেন এবং ৫০ ম্যাচে ২০০ উইকেট নেওয়া কপিল দেবের রেকর্ড ভেঙে দেবেন।
বুমরার অসাধারণ বোলিং
এই সিরিজে এখনও পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন বুমরা। আরও ৫ উইকেট নিলে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট শিকার করা প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে নতুন রেকর্ড গড়বেন। ১৯৯১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২৫ উইকেট নিয়েছিলেন কপিল দেব। বুমরা আরও ৫ উইকেট নিলে কপিল দেবের এই রেকর্ডটিও ভেঙে দেবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের
'এবার নিজের মতো করে জীবন কাটাও,' রবিচন্দ্রন অশ্বিনকে বার্তা স্ত্রী প্রীতি নারায়ণনের
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে, কোথায় হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ?