ফের স্বাস্থ্যের অবনতি, মহারাষ্ট্রের থানের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি

অনিয়ন্ত্রিত ও অসংযমী জীবনযাপনের জন্য বেশ কিছুদিন ধরেই অসুস্থ ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি। তিনি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

ফের অসুস্থ হয়ে পড়ায় মহারাষ্ট্রের থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার জানা গিয়েছে, এই প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে এখনও ক্রিটিক্যাল কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত এক দশক ধরেই অসুস্থ কাম্বলি। কিন্তু তা সত্ত্বেও তিনি নেশা ছাড়তে পারেননি। সচিন তেন্ডুলকর তাঁর পুরনো বন্ধু এবং একসময় জাতীয় দলের সতীর্থ কাম্বলিকে সাহায্য করেছেন। কিন্তু তারপরেও অনিয়ন্ত্রিত জীবনযাপন ছাড়তে পারেননি এই প্রাক্তন ক্রিকেটার। এই কারণেই তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন।

আর্থিক সমস্যায় কাম্বলি

Latest Videos

সচিনের পাশাপাশি সুনীল গাভাসকর, কপিল দেব নিখাঞ্জের মতো প্রাক্তন ক্রিকেটাররাও কাম্বলিকে সাহায্য করার চেষ্টা করেছেন। কিন্তু কাম্বলি নিজের দোষেই সমস্যা মেটাতে পারছেন না। কিছুদিন আগে স্ত্রীকে মারধর করেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন স্ত্রী। সচিন যে চাকরি জোগাড় করে দিয়েছিলেন, সেটা ছেড়ে দেন কাম্বলি। তিনি আর্থিক সমস্যায় রয়েছেন। সচিন তাঁকে বারবার সাহায্য করছেন। কয়েকদিন আগে প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সচিনের সঙ্গে দেখা হয় কাম্বলির। তিনি পুরনো বন্ধুকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই অনুষ্ঠানে কাম্বলিকে দেখে অসুস্থ বলেই মনে হচ্ছিল। অনেক প্রাক্তন ক্রিকেটারই উদ্বেগ প্রকাশ করেন। সেই উদ্বেগ সত্যি প্রমাণ করে ফের অসুস্থ হয়ে পড়লেন কাম্বলি।

কাম্বলির পাশে বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা

গাভাসকর, কপিল জানিয়েছেন, ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা কাম্বলির বিষয়ে আলোচনা করেছেন। তাঁরা কাম্বলিকে সাহায্য করতে চাইছেন। এই প্রাক্তন ক্রিকেটার যাতে ফের সুস্থ হয়ে উঠতে পারেন, সেই চেষ্টা করছে কপিলরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শুবমানের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু করেছিল কাম্বলি, মন্তব্য কপিলের

সচিনের দেওয়া চাকরি ছেড়েছেন, এখন আর্থিক অনটনে হন্যে হয়ে কাজ খুঁজছেন বিনোদ কাম্বলি

ভারতীয় দল নির্বাচন, দাদার উল্টো পথে হাঁটলেন একসময়ের সতীর্থ কাম্বলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar