BCCI Annual Contract 2025: সামনে চলে এল বোর্ডের বার্ষিক চুক্তি, বাদ গেলেন কারা? একাধিক নতুন মুখ

Published : Apr 21, 2025, 04:01 PM IST
INDIAN CRICKET TEAM - BCCI ANNUAL CONTRACT

সংক্ষিপ্ত

BCCI Annual Contract 2025: সামনে চলে এক বোর্ডের (BCCI) বার্ষিক চুক্তি। একবার খতিয়ে দেখে নেওয়া যাক।

BCCI Annual Contract 2025: ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketers) সঙ্গে কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI)। উল্লেখ্য, অনেকদিন ধরেই এই তালিকা নিয়ে জল্পনা চলছিল ক্রিকেটমহলে। আসলে কোন ক্রিকেটার সেই তালিকায়, আর কে থাকবেন না কিংবা কোন ক্রিকেটার প্রথমবারের জন্য জায়গা করে নেন, এইসবকিছু নিয়েই আলোচনা চলছিল (BCCI Annual Contract 2025)।

এমনকি, কারও কারও ডিমোশনও হতে পারে। তার মধ্যে আবার এখন আইপিএল (IPL 2025) চলছে। ফলে, সেখানেও দেশের ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করেন, সেদিকেও নজর ছিল। আর সেই জল্পনারী অবসান ঘটল সোমবার (BCCI Annual Contract 2025 salary)।

 

 

বিসিসিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য সামনে এনেছে। আর সেখানে দেখা যাচ্ছে, চুক্তিতে রদবদলের অন্যতম মুখ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান। প্রসঙ্গত, গত চুক্তিতে এই দুজনের নাম ছিল না। আর তার কারণ হিসেবে বোর্ড জানায়, তারা ঘরোয়া ক্রিকেটে খেলেননি (BCCI Annual Contract 2025 men)।

কিন্তু এই বছর সেই দুজনেই বার্ষিক চুক্তিতে ঠাঁই পেয়েছেন। ঈশান আছেন গ্রেড সি-তে এবং গ্রেড বি-তে আছেন শ্রেয়স। অন্যদিকে এ-প্লাস ক্যাটেগরিতে কোনওরকম পরিবর্তন আনা হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা আগের বছর সর্বোচ্চ গ্রেডে জায়গা পাকা করে নিয়েছিলেন। তারা এই বছরও আছেন (BCCI annual player contracts)।

তবে রবিচন্দ্রন অশ্বিনের নাম চুক্তিতে নেই। তার অবশ্য কারণও আছে। অস্ট্রেলিয়াতে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে যাওয়ার সময়ই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কিন্তু ঋষভ পন্থ বেশ উল্লেখযোগ্যভাবে গ্রেড-বি থেকে গ্রেড এ-তে উঠে এসেছেন (BCCI annual player retainership)।

অপরদিকে, চুক্তিতে এসেছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। তারা হলেন সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা।

কিন্তু তালিকায় নাম নেই শার্দূল ঠাকুর, জীতেশ শর্মা, কেএস ভরত এবং আবেশ খানের।

গ্রেড এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা

গ্রেড এ: ঋষভ পন্থ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া

গ্রেড বি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার

গ্রেড সি: রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, অবেশ খান, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা