
BCCI Annual Contract: ক্রিকেটারদের জন্য এবার বার্ষিক চুক্তি ঢেলে সাজাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই (bcci annual contract men)। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিসিসিআইকে বার্ষিক চুক্তিতে থাকা 'এ+' ক্যাটেগরিটি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে (bcci annual contracts)।
এবার এটি বাস্তবায়িত হলে, বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা, তাদের 'এ+' ক্যাটেগরি থেকে জায়গা হারাবেন। প্রসঙ্গত, যে সমস্ত ক্রিকেটাররা 'এ+' ক্যাটেগরিটিতে চুক্তিবদ্ধ, তারা ৭ কোটি টাকার বার্ষিক পারিশ্রমিক পান বোর্ডের কাছ থেকে।
তার মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে গত ২০২৪ সালে অবসর নিয়েছেন। রবীন্দ্র জাদেজাও টি-টোয়েন্টি ক্রিকেট আর খেলেন না । বর্তমানে কোহলি এবং রোহিত শুধু একদিনের ম্যাচে ও জাদেজা একদিনের ম্যাচ এবং টেস্টে ভারতের হয়ে খেলেন।
অন্যদিকে, 'এ+' চুক্তিতে থাকা যশপ্রীত বুমরাও চোটের ঝুঁকির কারণে তিনটি ফরম্যাটেই বেছে বেছে কিছু ম্যাচ খেলেন। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, বিসিসিআই বার্ষিক চুক্তির ক্ষেত্রে ব্যাপক রদবদল করার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। নতুন নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের শুধুমাত্র এ, বি এবং সি, এই তিনটি বিভাগে চুক্তিবদ্ধ করা হবে বলে সূত্রের খবর।
বর্তমানে 'এ' বিভাগের ক্রিকেটারদের বার্ষিক পারিশ্রমিক ৫ কোটি টাকা, 'বি' বিভাগের জন্য ৩ কোটি এবং 'সি' বিভাগের জন্য ১ কোটি টাকা। 'এ' ক্যাটাগরিতে রোহিত, কোহলি এবং বুমরাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি, টেস্ট ও একদিনের অধিনায়ক এবং বিসিসিআই-এর পোস্টার বয় শুভমান গিলকেও 'এ' ক্যাটাগরিতে উন্নীত করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।