ভ্যালেন্টাইনস ডে-র পরদিনই মহারণ! ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের জোড়া ক্রিকেট ম্যাচ

Published : Jan 20, 2026, 11:51 AM ISTUpdated : Jan 20, 2026, 12:02 PM IST
INDIA vs PAKISTAN

সংক্ষিপ্ত

India Vs Pakistan: যে কোনও পর্যায়েই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রবল উত্তেজনা থাকে। বিশেষ করে ক্রিকেটে হলে তো কথাই নেই। ১৫ ফেব্রুয়ারি তেমনই এক দিন আসতে চলেছে। পুরুষ ও মহিলাদের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

DID YOU KNOW ?
পুরুষদের টি-২০ বিশ্বকাপ
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৬। ভারতীয় দল চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে।

India Vs Pakistan Cricket: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। তার পরদিনই ২২ গজে মহারণ। একই দিনে ভারত-পাকিস্তানের জোড়া ক্রিকেট ম্যাচ। পুরুষদের টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) পাশাপাশি মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারসেও (Women's Asia Cup Rising Stars 2026) ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। টি-২০ বিশ্বকাপের ম্যাচ নিয়েই সবার আগ্রহ বেশি থাকবে। কিন্তু এখন মহিলাদের ক্রিকেটও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ভারতীয় দল সদ্য প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর মহিলাদের ক্রিকেট নিয়ে দেশজুড়ে আগ্রহ দেখা যাচ্ছে। ফলে ১৫ ফেব্রুয়ারি জোড়া ম্যাচের দিকেই সারা দেশের নজর থাকবে। সবারই আশা, ভারতীয় দল দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দেবে।

জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ

পুরুষদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি আগেই ঘোষণা করে দিয়েছে আইসিসি। সোমবার মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারসের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। এই টুর্নামেন্ট হবে থাইল্যান্ডের (Thailand) ব্যাঙ্ককে (Bangkok)। ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ২২ ফেব্রুয়ারি ফাইনাল। আটটি দল এই টুর্নামেন্টে যোগ দিচ্ছে। দলগুলিকে দু'টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তানের এ দল ছাড়াও আছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও নেপাল (Nepal)। গ্রুপ বি-তে আছে আয়োজক দেশ থাইল্যান্ড, শ্রীলঙ্কা এ দল (Sri Lanka A), বাংলাদেশ এ দল (Bangladesh A) ও মালয়েশিয়া এ দল (Malaysia A)। ১৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতীয় এ দলের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি এ দল। তারপরেই ভারত-পাক ম্যাচ।

শ্রীলঙ্কায় হবে পুরুষদের ম্যাচ

পাকিস্তান দল টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না। তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফলে ভারতীয় দলকে শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে। অতীতেও শ্রীলঙ্কার মাটিতে ভারত-পাকিস্তানের পুরুষদের ক্রিকেট ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে ভারতীয় দল জয় পেয়েছে। ফলে এবারও সেই আশাই করছে সারা দেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ ফেব্রুয়ারি পুরুষ ও মহিলা ক্রিকেটে ভারত-পাক ম্যাচ।
১৫ ফেব্রুয়ারি পুরুষদের টি-২০ বিশ্বকাপ এবং মহিলাদের ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

ডব্লুপিএল ২০২৬: টানা ৫ ম্যাচ জিতে প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
IND vs NZ ODI: ভারতের মাটিতেই আত্মবিশ্বাস ভেঙেছিল! সেই দেশেই জবাব দিয়ে গেলেন ড্যারিল মিচেল, ভরসা হারাতে নেই