Women's Premier League: উইমেনস প্রিমিয়ার লিগের নতুন চেয়ারম্যান জয়েশ জর্জ, জানিয়ে দিল বিসিসিআই

Published : Sep 28, 2025, 05:32 PM IST
Women's Premier League: উইমেনস প্রিমিয়ার লিগের নতুন চেয়ারম্যান জয়েশ জর্জ, জানিয়ে দিল বিসিসিআই

সংক্ষিপ্ত

কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়েশ জর্জকে মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নতুন চেয়ারম্যান হিসেবে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।

Women's Premier League: ভারতীয় মহিলা ক্রিকেটের নতুন অধ্যায়। উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) শীর্ষপদে নিয়ে আসা হল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সভাপতি জয়েশ জর্জকে (jayesh george bcci)। উইমেনস প্রিমিয়ার লিগের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। মুম্বইতে অনুষ্ঠিত বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জয়েশ জর্জকে নির্বাচিত করা হয় (jayesh george kca)। 

কেসিএ-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন

এর্নাকুলাম জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পদ থেকে জয়েশ জর্জ ক্রিকেট প্রশাসনের অন্যতম একজন সক্রিয় সদস্য। পরে তিনি কেসিএ-র যুগ্ম সচিব, কোষাধ্যক্ষ, সচিব এবং সভাপতি পদে থেকে কেরালা ক্রিকেটের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গত ২০১৯ সালে, যখন জয় শাহ বিসিসিআই-এর সচিব ছিলেন, তখন তিনি জাতীয় স্তরে যুগ্ম সচিব হিসেবেও কাজ করেছেন। এরপর ২০২২ সাল থেকে তিনি কেসিএ-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একজন দক্ষ সংগঠক হিসেবে জয়েশ জর্জ পরিচিত। কেরালায় ব্যাপক সাড়া জাগানো কেরালা ক্রিকেট লিগ (কেসিএল) শুরু করার ক্ষেত্রে তিনিই হলেন অন্যতম একজন প্রধান উদ্যোক্তা। এমনকি, সেই টুর্নামেন্টের সফল দুটি মরশুমের পিছনে তাঁর সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একদিকে প্রশাসনিক দক্ষতা এবং ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখেই তাঁকে এবার ডব্লিউপিএল পরিচালনার দায়িত্বে আনা হয়েছে। 

উইমেনস প্রিমিয়ার লিগকে আরও উন্নত চাইবেন

জয়েশ জর্জ জানিয়েছেন, দেশ যখন নারীশক্তির উৎসব নবরাত্রি উদযাপন করছে, তখন এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিটানতাঁর উপর আস্থা রাখার জন্য বিসিসিআই এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান জয়েশ জর্জ। তিনি আরও বলেন, উইমেনস প্রিমিয়ার লিগকে আরও উন্নত করতে এবং মহিলা ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি করতে তিনি চেষ্টা করবেন প্রতিনিয়ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা