ঘরোয়া ক্রিকেটে খেলেননি সঞ্জু! এবার কি তবে কড়া সিদ্ধান্ত নেবে বিসিসিআই?

এবার কি আরও কড়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? 

আর এবার যেন সেই কথারই বাস্তবায়ন হতে চলেছে। সেক্ষেত্রে প্রথম শাস্তিটা কি সঞ্জু স্যামসন পাচ্ছেন? অন্তত সম্ভাবনা অনেকটা তেমনই। সূত্রের খবর, সঞ্জুর বিরুদ্ধে এবার তদন্তের পথে বিসিসিআই। ঘরোয়া ক্রিকেট না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাও রাখা হতে পারে তাঁকে।

কারণ, বিজয় হাজারে ট্রফি না খেলে বেজায় সমস্যার মুখে সঞ্জু। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরালা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর, কেরালার ক্যাম্প ছিল বিজয় হাজারে ট্রফির জন্য। কিন্তু সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। আর স্বাভাবিকভাবেই সেই কারণে, কেরালা তাঁকে বিজয় হজারে ট্রফির দলেও রাখেনি।

Latest Videos

তাই সেই প্রতিযোগিতা খেলা হয়নি সঞ্জুর। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে তদন্তের পথে হাঁটছে বোর্ড। খতিয়ে দেখা হবে, কেন সঞ্জু বিজয় হাজারে ট্রফিতে খেলেননি। বিজয় হাজারে ট্রফিতে কেরালার ১৫ জনের দলে নাম ছিল না সঞ্জুর। যা রীতিমতো চমকে দেয় ভারতীয় ক্রিকেট মহলকে।

কারণ, সঞ্জু দলের প্রস্তুতি শিবিরেই যোগ দেননি। আর সেই বিশৃঙ্খলার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানান কেরালা ক্রিকেট সংস্থার সচিব বিনোদ এস কুমার। সঞ্জুকে বাদ দিয়ে বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করার পর তিনি বলেন, “সঞ্জু আমাদের জানিয়েছে যে, ও প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবে না। ওয়েনাড়ে একটি প্রস্তুতি শিবির হবে। সেখানে যারা যোগ দেবে, তাদের মধ্যে থেকেই দল বেছে নেওয়া হবে। পরে সঞ্জুর সঙ্গে আর কোনওরকম কথা হয়নি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই
কেন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী? ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের