কেন দলে নেওয়া হল না করুণ নায়ারকে? বিসিসিআই-এর দিকে আঙুল তুললেন হরভজন সিং

ট্রিপল সেঞ্চুরি করার পরেও করুণ নায়ারকে কেন বাদ দেওয়া হয়েছে, তা  বুঝতে পারছেন না ভাজ্জি।

ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি খেলোয়াড়ের জন্য আলাদা আলাদা নিয়ম বলে তিনি নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন।

তাঁর মতে, কেউ কেউ দুটি মাত্র ম্যাচ খেলেই দলে ঢুকে পড়েন। আবার কেউ কেউ আইপিএলে ভালো খেলার জন্য দলে সুযোগ পান। কিন্তু অন্য কেউ ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও দলে সুযোগ পান না। খারাপ ফর্মের জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মাকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়, কিন্তু যারা বছরের পর বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে তাদের দলে দেখা যায় না বলে অভিযোগ করেছেন হরভজন।

Latest Videos

ট্রিপল সেঞ্চুরি করার পরেও করুণ নায়ারকে কেন বাদ দেওয়া হয়েছে, তা বুঝতে পারছেন না ভাজ্জি। তাঁর মতো খেলোয়াড়দের জন্য কেউ কথা না বলায় আমি যথেষ্ট ব্যথিত। রান করে ফর্মে থাকা অবস্থায় একজন খেলোয়াড়কে দলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।তাঁর শরীরে ট্যাটু নেই বা সে ফ্যান্সি পোশাক নেই বলেই কি তাকে দলে নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলেছেন ভাজ্জি।    

এই বছর বিজয় হাজারে ট্রফিতে ৬টি ইনিংসে পাঁচটি সেঞ্চুরি সহ ৬৬৪ রান করেছেন করুণ নায়ার। গড় ৬৬৪ এবং স্ট্রাইক রেট ১২০-এর উপরে। তারপরেও তাঁকে দলে না নেওয়া অন্যায় বলেও হরভজন মন্তব্য করেন। গত ২০১৬ সালে, তার তৃতীয় টেস্টে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা নায়ার পরবর্তীতে মাত্র তিনটি টেস্ট খেলেছেন। গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪.৪২, গড়ে ১৪৬৬ রান করলেও ৩৩ বছর বয়সী নায়ারকে টেস্ট দলে নেওয়া হয়নি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি