
BCCI President Election: বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট কে হবেন? তাছাড়া অন্য কোন কর্তারা দায়িত্বে আসছেন, তা শনিবার কিছুটা স্পষ্ট হতে পারে। কারণ, এই নতুন পদাধিকারীদের বেছে নিতে শনিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে একটি জরুরি বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। সেই বৈঠকে বিসিসিআই-এর শীর্ষ কর্তা এবং বিজেপি নেতারাও অংশ নেবেন বলে জানা যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং, রঘুরাম ভাট এবং কিরণ মোরের মতো ব্যক্তিদের বিভিন্ন দায়িত্বে নিয়োগ করার পরিকল্পনা চলছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ঠিক তিন বছর আগে অমিত শাহের বাড়িতে এমনই একটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মহারাজকে বিসিসিআই সভাপতির পদ হারাতে হয়েছিল। সেই সময় তিনি আরও তিন বছর সভাপতি পদে থাকতে পারতেন। কিন্তু প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের তীব্র সমালোচনার জেরে, সৌরভকে পদ হারাতে হয় এবং তাঁর পরিবর্তে রজার বিনি বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্বে আসেন।
এবার চলতি বছরের ২৮ সেপ্টেম্বর, বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই ঠিক করা হবে নতুন প্রেসিডেন্টের এবং অন্যান্য কর্মকর্তাদের নাম। বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে পদাধিকারী খোঁজার পরিবর্তে, পদাধিকারীদের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছনোর জন্যই শনিবারের এই বৈঠক বলে জানা যাচ্ছে।
সম্প্রতি সিএবি-র সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সৌরভকে ফের একবার বিসিসিআই সভাপতির পদের জন্য বিবেচনা করা হবে কিনা, তা নিয়ে একটা কৌতূহল রয়েছে অনেকেরই।
আবার এটাও ঠিক যে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হরভজন সিংকে আদৌ একই সময়ে গুরুত্বপূর্ণ পদে বিবেচনা করা হবে কিনা, সেটাও দেখার বিষয়। এর আগে গত ২০১৯-২০২২ পর্যন্ত, বিসিসিআই-এর সভাপতি ছিলেন সৌরভ।
তবে বিনি তাঁর পরিবর্তে দায়িত্বে আসলেও, এখন তাঁর বয়স ৭০ বছর পেরিয়ে গেছে। ফলে, আর তিনি সভাপতি হিসেবে থাকতে পারবেন না। তাই শনিবারের এই বৈঠকে কোনও চমকপ্রদ নাম উঠে আসে কিনা, সেটাই দেখার বিষয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।