Jay Shah: বিসিসিআই ছেড়ে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ? সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই

বিসিসিআই সচিব জয় শাহ কি এবার বৃহত্তর দায়িত্ব নিতে চলেছেন? ক্রিকেট মহলে এই জল্পনা শুরু হয়েছে। যদিও জয় শাহ বিসিসিআই সচিব পদ থেকে সরে যাবেন কি না স্পষ্ট নয়।

বিসিসিআই, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে এশিয়া কাপ আয়োজন করেছেন। এবার কি আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ? ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। কয়েকদিন পরেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আইসিসি-র বার্ষিক বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে অবশ্য মূলত আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনা হতে পারে। কলম্বোর বৈঠকে নতুন আইসিসি চেয়ারম্যান নিয়োগ করার বিষয়ে আলোচনা হবে না। এ বছরের নভেম্বরে নতুন আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন। ফলে আইসিসি চেয়ারম্যান হওয়ার দাবি জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও জয় শাহের কাছে অন্তত ৩ মাস সময় আছে। তিনি যদি আইসিসি চেয়ারম্যান হন, তাহলে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই পদে বসবেন। তবে জয় শাহ বিসিসিআই ছেড়ে আইসিসি-র দায়িত্ব নেবেন কি না স্পষ্ট নয়।

আইসিসি চেয়ারম্যান হতে রাজি জয় শাহ?

Latest Videos

জয় শাহ যদি আইসিসি চেয়ারম্যান হতে রাজি হন, তাহলে বেশিরভাগ সদস্য দেশের প্রতিনিধিরাই তাঁকে সমর্থন করতে পারেন। এমনকী, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেও আইসিসি চেয়ারম্যান হতে পারেন জয় শাহ। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে গত ৪ বছর ধরে এই পদে আছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেট কর্তা বিসিসিআই-এর সমর্থন পেয়েই আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন। এবার যদি বিসিসিআই সচিব আইসিসি চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নেন, তাহলে তাঁকে সমর্থন করতে পারে নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্থা।

বিসিসিআই ছাড়বেন জয় শাহ?

বিসিসিআই সচিব হিসেবে যতটা প্রচার পাচ্ছেন জয় শাহ, আইসিসি চেয়ারম্যান হিসেবে দুবাইয়ে থাকলে সেই প্রচার পাবেন না জয় শাহ। এই কারণে তিনি বিসিসিআই না ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rahul Dravid: ভারতরত্ন পাচ্ছেন রাহুল দ্রাবিড়? সুনীল গাভাসকরের দাবি মানবে সরকার?

Abhishek Sharma: যুবরাজ সিংয়ের প্রতি কৃতজ্ঞ, শতরানের পর বার্তা অভিষেক শর্মার, দেখুন ভিডিও

Kuldeep Yadav: খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কুলদীপ?

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury