Rahul Dravid: ভারতরত্ন পাচ্ছেন রাহুল দ্রাবিড়? সুনীল গাভাসকরের দাবি মানবে সরকার?

Published : Jul 08, 2024, 04:53 PM ISTUpdated : Jul 08, 2024, 05:04 PM IST
Rahul Dravid

সংক্ষিপ্ত

খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে রানার্স হলেও, কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন রাহুল দ্রাবিড়। এবারের টি-২০ বিশ্বকাপের পর তিনি অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন।

এখনও পর্যন্ত একজন ক্রিকেটারই ভারতরত্ন খেতাব পেয়েছেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতরত্ন পান সচিন তেন্ডুলকর। তারপর থেকে এখনও পর্যন্ত অন্য কোনও ক্রিকেটার এই সম্মান পাননি। এবার রাহুল দ্রাবিড়কে ভারতরত্ন খেতাব দেওয়ার দাবি জানালেন সুনীল গাভাসকর। তিনি বলেছেন, ‘ভারত সরকার যদি রাহুল দ্রাবিড়কে ভারতরত্ন দিয়ে সম্মান জানায়, তাহলে উপযুক্ত হবে। ওর এই সম্মান প্রাপ্য।’ ভারতীয় দলের খেলোয়াড়, অধিনায়ক ও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন দ্রাবিড়। অনূর্ধ্ব-১৯ ও এ দলের কোচ হিসেবে অসাধারণ কাজ করার পর সিনিয়র দলের কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন দ্রাবিড়। এই কারণেই ক্রিকেট দুনিয়ায় আলাদা সম্মান আদায় করে নিয়েছেন তিনি।

রাজনীতিবিদরা যখন ভারতরত্ন পেতে পারেন, দ্রাবিড় কেন নয়?

গাভাসকর আরও বলেছেন, ‘এ বছরের গোড়ায় এমন কয়েকজন নেতাকে ভারতরত্ন দেওয়া হয়েছে, যাঁরা সমাজের জন্য কাজ করেছেন। তাঁদের সবচেয়ে বড় সমর্থকরাও নিশ্চয়ই স্বীকার করবেন, তাঁদের প্রভাব শুধু দল ও দেশের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। দ্রাবিড়ের সাফল্য দল, জাত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সারা দেশকে আনন্দ দিয়েছে। এই কারণে দেশের সর্বোচ্চ সমান ওর প্রাপ্য। আমার সঙ্গে সবাই দাবি জানান, ভারতের অন্যতম সেরা ছেলে রাহুল দ্রাবিড়কে ভারতরত্ন দেওয়া হোক।’

দ্রাবিড়ের হাত ধরে ভারতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল

এখন ভারতীয় দলে যে তরুণ ক্রিকেটাররা খেলছেন, তাঁদের অনেকেই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় দ্রাবিড়ের পরামর্শ পেয়েছেন। তরুণ ক্রিকেটারদের তৈরি করেছেন দ্রাবিড়। এখন এর সুফল পাচ্ছে ভারতীয় দল। দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের নতুন প্রধান কোচ হতে পারেন গৌতম গম্ভীর। তিনি তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhishek Sharma: যুবরাজ সিংয়ের প্রতি কৃতজ্ঞ, শতরানের পর বার্তা অভিষেক শর্মার, দেখুন ভিডিও

Kuldeep Yadav: খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কুলদীপ?

Sourav Ganguly Birthday: স্টিভ ওয়ার চোখে চোখ রেখে লড়াই সৌরভের, কীভাবে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করেছিল ভারত?

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম