ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই এবার আইপিএল-এর মেগা নিলাম, তারিখ চূড়ান্ত

আসছে আইপিএল-এর (IPL) মেগা নিলাম। 

Subhankar Das | Published : Oct 21, 2024 6:25 PM IST

আসছে আইপিএল-এর মেগা নিলাম। দীর্ঘ ডামাডোলের পর শেষপর্যন্ত, সৌদি আরবেই বসতে চলেছে আইপিএল মেগা অকশনের আসর।

সূত্রের খবর, রিয়াধ এবং জেড্ডার মধ্যে যেকোনও একটি শহরে হতে পারে মহা নিলাম। বিসিসিআই-এর তরফ থেকে সেই ভেন্যু প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলেই জানা যাচ্ছে। সেইসঙ্গে, মেগা অকশনের দিনক্ষণও নির্ধারিত হয়ে গেছে বলেই সূত্র মারফৎ জানা গেছে। কিন্তু নভেম্বরের শেষে ভারত যখন অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্ট খেলবে, সেই সময়েই নিলামের আসর বসবে বলে জানা যাচ্ছে।

Latest Videos

গত বছর, আইপিএল নিলামের আসর বসেছিল দুবাইতে। তবে সেটি ছিল মিনি অকশন। এবার রীতিমতো মেগা নিলাম পর্ব আয়োজিত হত। শোনা যাচ্ছে, সেই মেগা নিলামের আয়োজন হবে সৌদি আরবের রিয়াধে। মূল বিষয়টি হচ্ছে, সৌদি আরব এবার ক্রিকেটে বড়সড় বিনিয়োগ করতে চাইছে।

সৌদি ক্রিকেট বোর্ড চাইছে, আইপিএল-এর সব ফ্র্যাঞ্চাইজিগুলি সৌদির প্রস্তাবিত লিগে গিয়ে বিনিয়োগ করুক। আর তার ফলে, আইপিএল-এর জনপ্রিয়তাকেও কাজে লাগানো যাবে।

কিন্তু শোনা যাচ্ছে, সৌদিতে নিলামের আয়োজন নিয়ে কিন্তু সমস্যা বাড়ছে। তার অন্যতম কারণ হল, মধ্যপ্রাচ্যের দেশটিতে খরচের পরিমাণ। তার জেরে একটা সময় খবর ছড়ায় যে, সৌদি থেকে আইপিএল-এর নিলাম সরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে শেষপর্যন্ত সেইরকম কিছু ঘটেনি। বিসিসিআই সূত্রে খবর, নিলামের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সৌদিতে পৌঁছে গেছে বোর্ডের একটি বিশেষ টিম। হোটেলের বুকিং নিশ্চিত হলে তারপরেই সরকারিভাবে নিলামের সমস্ত তথ্য ঘোষণা করা হবে বলে জানা গেছে।

তবে একান্তই সৌদিতে নিলাম না হলে আবু ধাবির রাস্তাও খোলা রাখছে বিসিসিআই। জানা যাচ্ছে, আইপিএল নিলামের দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গেছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর নিলাম হতে পারে। উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অর্থাৎ, টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন বসবে নিলামের আসর।

উল্লেখ্য, টেস্ট এবং নিলাম এই দুটিরই সম্প্রচার করবে একই চ্যানেল। তার জন্য বোর্ডের তরফ থেকে চেষ্টা চলছে, এমন সময়ে নিলাম শুরু করার, যাতে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পর নিলাম হতে পারে। যেহেতু, অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের সময়ের ব্যবধান অনেকটাই, তাই সমস্যা হবে না বলেই আশাবাদী বোর্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
'জাগুন আপনারা! ওরা বাড়ছে, আমরা কমছি' মা কালীর কাছে কি চাইলেন শুভেন্দু! তোলপাড়! | Suvendu Adhikari
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja