দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয়, মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

Published : Oct 20, 2024, 10:44 PM ISTUpdated : Oct 20, 2024, 11:36 PM IST
Amelia Kerr

সংক্ষিপ্ত

পুরুষদের আইসিসি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালেও হেরে গেল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড। রবিবার দুবাইয়ে ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৫৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১২৬ রান করল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড। পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের মতোই মহিলাদের টি-২০ বিশ্বকাপেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে খেই হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। পুরুষদের মতোই মহিলাদের ক্রিকেটেও চোকার্স বদনাম এড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা। রবিবার দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড। এদিন ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। তবে তাঁর সতীর্থরা ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন করলেন।

দলগত লড়াইয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন অ্যামেলিয়া কের। ওপেনার সুজি বেটস করেন ৩২ রান। ব্রুক হ্যালিডে করেন ৩৮ রান। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার লরা উলভার্ট (৩৩) ও তাজমিন ব্রিটস (১৭)। কিন্তু বাকিরা কেউই লড়াই করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন রোজমেরি মেয়ার। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যামেলিয়া। ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন অ্যামেলিয়া।

তৃতীয় ফাইনালে উঠে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

২০০৯ ও ২০১০ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে হেরে যায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে এবার চ্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড। পুরুষদের ক্রিকেটের পাশাপাশি মহিলাদের ক্রিকেটেও দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। পুরুষ দল এখনও টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারলেও, নিউজিল্যান্ডের মহিলা দল এই কৃতিত্ব অর্জন করল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ভারতীয় দলে অতিরিক্ত অলরাউন্ডার, জায়গা পেলেন ওয়াশিংটন সুন্দর

চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করেই তৈরি হয়েছেন, জানালেন বেঙ্গালুরু টেস্টের সেরা রাচিন

দাগ কাটতে পারল না ভারতের বোলিং লাইনআপ, বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত