পিচ শুকনো করতে পাখা ব্যবহার, ক্রিকেট দুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

পাকিস্তানের আর্থিক দুরবস্থার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। উন্নত পরিকাঠামো গড়ে তোলার মতো অর্থ নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ফলে প্রাচীন আমলের পরিকাঠামোই ব্যবহার করতে হচ্ছে।

সদ্য দুর্গাপুজো গিয়েছে। অনেকক্ষণ হেঁটে পুজো মণ্ডপে ঢুকে সবাই স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খেয়ে তপ্ত শরীর শীতল করে নেন। পাকিস্তানে ক্রিকেট মাঠে পিচ শুকনো করতে সেরকমই বিশাল পাখা ব্যবহার করতে দেখা যাচ্ছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ হতে চলেছে। মুলতানে দ্বিতীয় টেস্টে স্পিনারদের সহায়ক পিচে সাফল্য পেয়েছে পাকিস্তান। এই কারণে রাওয়ালপিন্ডিতেও পিচ শুকনো খটখটে করে তোলার চেষ্টা শুরু হয়েছে। পিচ ঢেকে রাখার বদলে চড়া রোদে শুকিয়ে তোলার কাজ করছেন কিউরেটররা। একইসঙ্গে পাখা চালিয়ে পিচ শুকনো করে তোলা হচ্ছে। পিচ ফুটিফাটা হলে স্পিনারদের সুবিধা হবে। পিচ ঠিক সেরকমই করে তোলার চেষ্টা করছেন কিউরেটররা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, পিচের দুই প্রান্তে দু'টি বিশাল পাখা রাখা হয়েছে। সেই পাখাগুলি চালিয়ে পিচ শুকনো করে তোলা হচ্ছে।

পাকিস্তানের ভরসা দুই স্পিনার

Latest Videos

মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেটই নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খান। ১১ উইকেট নেন নোমান এবং ৯ উইকেট নেন সাজিদ। দেশের মাটিতে টানা ১১ ম্যাচ জয়হীন থাকার পর শেষপর্যন্ত জয় পেল পাকিস্তান। মুলতানে ১৫২ রানে জয় পেয়েছে শান মাসুদের দল। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথমবার কোনও ম্যাচে জয় পেলেন মাসুদ। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান।

 

 

প্রায় ৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তান

তিন বছর আট মাস দেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। এবার সেই অধরা সাফল্য পাওয়ার লক্ষ্যে মাসুদরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শাকিব আল-হাসানকে ছাড়া খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ অলআউট বাংলাদেশ

শান মাসুদের নেতৃত্বে প্রথম টেস্ট ম্যাচ জয়, মুলতানে খরা কাটাল পাকিস্তান

রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla