কড়া অবস্থান বোর্ডের, জাতীয় দলের সব ক্রিকেটারকে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে

Published : Jul 17, 2024, 04:46 PM IST
BCCI

সংক্ষিপ্ত

ফের একবার কড়া অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর থেকেই জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে স্পষ্ট বক্তব্য জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)।

ফের একবার কড়া অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর থেকেই জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে স্পষ্ট বক্তব্য জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)।

আর এবার তারা জানাল যে, টেস্ট দলের (Test Team) নিয়মিত সদস্যদের খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাগুলিতে। এই মরশুমেও একই অবস্থান বজায় রাখছে বোর্ড। জাতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন, এমন সব ক্রিকেটারকে অবশ্যই খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। দ্রুত এই নির্দেশিকা জারি করতে চলেছে বিসিসিআই।

গত মরশুমে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে থাকা প্রত্যেক ক্রিকেটারকে কার্যত ঘরোয়া ক্রিকেটে খেলতে বাধ্য করা হয়। এমনকি, নির্দেশিকা না মানায় বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গেছেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানের মতো ক্রিকেটারও।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, একই অবস্থান নেওয়া হবে এই মরশুমেও। তবে বোর্ডের এই নির্দেশিকার বাইরে থাকছেন জাতীয় দলের তিন ক্রিকেটার। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাকে রাখা হচ্ছে না এই তালিকায়। তাদের ক্ষেত্রে বিষয়টি থাকছে ঐচ্ছিক।

সামনেই সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর আগামী কয়েকমাসে ১০টি টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। দুটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়াও তিনটি টেস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পাঁচটি টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।

আর ঠিক তার আগেই দলীপ ট্রফির আয়োজন করেছে বিসিসিআই। বোর্ডের নির্দেশ হল, টেস্ট দলে খেলার সম্ভাবনা রয়েছে এমন সব ক্রিকেটারকে দলীপ ট্রফিতে অবশ্যই খেলতে হবে।

জানা যাচ্ছে, এবার দলীপ ট্রফির (Duleep Trophy) দল বাছাইয়ের ক্ষেত্রে কোনও আঞ্চলিক নির্বাচক কমিটি থাকছে না। অর্থাৎ, টেস্ট সিরিজগুলির কথা মাথায় রেখে দল বাছাই করবেন জাতীয় নির্বাচকরাই। সেক্ষেত্রে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, এমন সব ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হবে দলে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলীপ ট্রফি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে