কে হবেন টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক? চূড়ান্ত দ্বিধাবিভক্ত বিসিসিআই

বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট (T-20 Cricket) থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। সেই খাতায় নাম লিখিয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। তাই আগামীতে দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছে বিসিসিআই।

বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট (T-20 Cricket) থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই খাতায় নাম লিখিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। তাই আগামীতে দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছে বিসিসিআই (BCCI)।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, এখন তাহলে কুড়ি-বিশের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন কে? বিশ্বজয়ের পিছনে বড় ভূমিকা নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেক্ষেত্রে পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁর নামও সামনে এসেছে।

Latest Videos

কিন্তু সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, তাঁকে রোহিতের উত্তরসূরী হিসেবে দায়িত্ব দেওয়া হবে কিনা, সেই নিয়ে কিছুটা ধোঁয়াশায় রয়েছে বিসিসিআই (BCCI)। উল্লেখ্য, আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ট্রফি জেতেন হার্দিক (Hardik Pandya)। কিন্তু মুম্বইতে ফিরে এসেই আবার চূড়ান্ত ব্যর্থ হন তিনি।

সেই পরিস্থিতি থেকে ফিরে এসে বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেন হার্দিক পান্ডিয়া। এমনকি, বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে, বল করে ভারতকে ম্যাচ জেতান তিনিই। কিন্তু টি-২০ ক্রিকেটে দেশের পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁকে দেখার সম্ভাবনা খুব একটা নেই বলেই শোনা যাচ্ছে।

তাঁর ক্ষেত্রে মূল বাধা হতে পারে ফিটনেস। গত ২০২৩ সালের বিশ্বকাপে চোট পান তিনি। তাঁর আট বছরের ক্রিকেট ক্যারিয়ারে চোটের জন্য বহু ম্যাচেই খেলতে পারেননি। তবে এই বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের মধ্যেই মতপার্থক্য আছে।

সেক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে এসেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নাম। বিশ্বকাপ ফাইনালে কার্যত ম্যাচের মোড় ঘোরানো ক্যাচ লোফেন তিনি। সামনেই আবার শ্রীলঙ্কা সফর রয়েছে ভারতীয় দলের। সেখানে গৌতম গম্ভীরের কোচিংয়ে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। ফলে, সেই সিরিজে কাকে নেতার ভূমিকায় দেখা যায়, সেদিকেও তাকিয়ে আছে ক্রিকেটমহল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury