সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন অনুষ্টুপ, আর কে কোন পুরষ্কার পাচ্ছেন?

Published : Sep 03, 2024, 07:41 PM IST
ANUSTUP MAJUMDAR

সংক্ষিপ্ত

সিএবি-র (CAB) বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। অন্যদিকে, জীবনকৃতির সম্মান পাচ্ছেন প্রণব রায় (Pranab Roy)।

সিএবি-র (CAB) বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। অন্যদিকে, জীবনকৃতির সম্মান পাচ্ছেন প্রণব রায় (Pranab Roy)।

আগামী ১৪ সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। সেইদিনই তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। গত কয়েকটি মরশুম জুড়েই বাংলা (Bengal) দলের হয়ে অন্যতম একজন ধারাবাহিক ক্রিকেটার হলেন অনুষ্টুপ মজুমদার। যখনই বাংলা বিপদে পড়েছে, তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন অনুষ্টুপ।

এমনকি, গতবার রঞ্জিতেও (Ranji Trophy) পাঁচশোর উপর রান করেন অনুষ্টুপ। সেইসঙ্গে, রঞ্জিতেও বাংলার হয়ে সবচেয়ে বেশি রান তাঁরই। আর ব্যাটিং গড় প্রায় ষাটের উপর। স্বাভাবিকভাবে তাঁকেই বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচন করা হয়েছে।

অপরদিকে জেন্টলম‌্যান ক্রিকেটারের পুরস্কার দেওয়া হচ্ছে অভিষেক পোড়েলকে। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রূপঙ্করের গান।

এর বাইরে অবশ‌্য বাংলা টিম নিয়ে আরও একটা খবর থাকছে। দুবরাজপুরে বেশ কিছুদিন ক‌্যাম্প করে এসেছে বঙ্গ ক্রিকেট টিম। ফলে, দিন কয়েকের বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। এদিন থেকে আবার পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেল।

ইডেনের ইন্ডোরে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল বাংলা। আপাতত সেখানেই ২ সপ্তাহ ট্রেনিং চলবে। একইসঙ্গে বেশ কয়েকটি প্রস্তুতি ম‌্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে বাংলা টিম ম‌্যানেজমেন্টের। শোনা যাচ্ছে, পাঞ্জাবের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম‌্যাচ খেলবে বাংলা।

আগামী ২০ সেপ্টেম্বর শহরে চলে আসছে পাঞ্জাব ক্রিকেট দল। কল‌্যাণীতেই সবকটি ম‌্যাচ খেলা হবে। তারপরই প্রথম ম‌্যাচের জন‌্য রঞ্জি ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম‌্যাচ দিয়ে এবারের রঞ্জি অভিযান শুরু করবে বাংলা।

উল্লেখ্য, গতবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল টিমকে। এবার অবশ‌্য দলের ভালো পারফরম‌্যান্স নিয়ে আশাবাদী সবাই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত