বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা করল আইসিসি, জিততে পারবেন রোহিতরা?

এইমুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত (India)। আর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া (Australia)। স্বভাবতই, ফের একবার ফাইনালের মঞ্চে খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

এইমুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত (India)। আর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া (Australia)। স্বভাবতই, ফের একবার ফাইনালের মঞ্চে খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

গত দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। কিন্তু দুবারই পরাস্ত হতে হয়েছে তাদের। আর এবার সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছে দেশবাসী। অবশেষে আইসিসির (ICC) তরফ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল।

Latest Videos

প্রসঙ্গত, গত ২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। তারপর ২০২৩ সালের ফাইনাল অনুষ্ঠিতই হয় ওভালে। এবারও ইংল্যান্ডের মাটিতেই হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। (World Test Championship Final 2025)। তবে ভেন্যু বদলে যাচ্ছে।

আগামী ২০২৫ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লর্ডসে। আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ফাইনাল। আর ১৬ তারিখ রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দ্রুতই খুব প্রতীক্ষিত একটি টুর্নামেন্ট হয়ে উঠেছে। তাই সকলের আগ্রহ একেবারে তুঙ্গে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ অপেক্ষা করে থাকেন এই ম্যাচটি দেখার জন্য। তাই টিকিটের চাহিদাও বাড়তে শুরু করবে। আমি তাই দর্শকদের বলব, আগামী বছরের সেরা টেস্ট ম্যাচটি দেখা আপনারা নিশ্চিত করুন।”

তবে নানা প্রশ্ন উঠলেও, এবারও ইংল্যান্ডেই আয়োজিত হতে চলেছে ফাইনাল। উল্লেখ্য, ২০২১ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। তখন দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। আর ২০২৩ সালের ফাইনালে রোহিত শর্মার ভারত পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে।

এবারও রোহিতই অধিনায়ক। তবে কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। দুজনের এবার সাফল্য এনে দিতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। উত্তর মিলবে আগামী বছরের জুন মাসে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury