Bengaluru Stampede: কর্ণাটক সরকারই পদপিষ্টের জন্য দায়ী, বিস্ফোরক দাবি রাজভবনের

Published : Jun 10, 2025, 02:25 PM ISTUpdated : Jun 10, 2025, 02:40 PM IST
Chinnaswamy stampede

সংক্ষিপ্ত

Bengaluru Stampede Row: গত সপ্তাহে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছে। কর্ণাটক সরকার শুরু থেকেই এই ঘটনার দায় এড়ানোর চেষ্টা করলেও, মুখ্যমন্ত্রীর উপরেই দায় ঠেললেন রাজ্যপাল।

Karnataka Raj Bhavan on Bengaluru Stampede: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) জয়ের জন্য সংবর্ধনার আয়োজন করেছিল কর্ণাটক সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Chief Minister Siddaramaiah) দাবি অস্বীকার করে এমনই জানিয়ে দিল রাজভবন (Raj Bhavan)। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, রাজ্য সরকার সংবর্ধনার ব্যবস্থা করেনি। কিন্তু কর্ণাটকের রাজ্যপাল থবরচাঁদ গেহলট (Thawar Chand Gehlot) জানিয়েছেন, তিনি আরসিবি-র খেলোয়াড়দের সংবর্ধনার জন্য রাজভবনে ডাকতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকে জানান, বিধান সৌধে (Vidhana Soudha) সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী। কর্ণাটকের রাজ্যপালের এই দাবি অনুযায়ী, রাজ্য সরকারই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর জন্য দায়ী। কর্ণাটক সরকার দাবি করেছিল, আরসিবি ও কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (Karnataka State Cricket Association) সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিল। কিন্তু সেই দাবি খারিজ করে দিল রাজভবন।

দায় এড়ানোর মরিয়া চেষ্টা মুখ্যমন্ত্রীর

কর্ণাটকের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ‘ডিপিআর কমিউনিকেশনের পর মুখ্যসচিব আমাকে এই অনুষ্ঠানের কথা জানান। পুলিশও এই অনুষ্ঠান আয়োজন করতে রাজি হয়। তারপরেই আমি সবুজ সঙ্কেত দিই। এরপর কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ ও সচিব আমাকে আমন্ত্রণ জানান। আমি এই অনুষ্ঠান আয়োজন করিনি। ওরাই এই অনুষ্ঠান আয়োজন করেছিল। ওরা রাজ্যপালকেও আমন্ত্রণ জানিয়েছিল। তাই আমি এই অনুষ্ঠানে গিয়েছিলাম। এছাড়া আমার আর কোনও ভূমিকা ছিল না।’ কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিল রাজভবন।

বেঙ্গালুরু পুলিশের পরামর্শ উপেক্ষা করতেই দুর্ঘটনা?

পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর পরেই বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবারের বদলে রবিবার আরসিবি-র সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু কর্ণাটক সরকার বুধবারই এই অনুষ্ঠান আয়োজন করার কথা বলে। যদিও মুখ্যমন্ত্রী যাবতীয় দায় অস্বীকার করেছেন। তিনি বেঙ্গালুরু পুলিশ, কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা, আরসিবি-র উপর দায় ঠেললেও, রাজভবনের বক্তব্যে পরিস্থিতি বদলে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম