Nicholas Pooran: টি-২০ লিগে খেলে বেশি আয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিকোলাস পুরাণের

Published : Jun 10, 2025, 11:46 AM ISTUpdated : Jun 10, 2025, 11:53 AM IST
nicholas pooran lsg

সংক্ষিপ্ত

Nicholas Pooran Retires: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (Cricket West Indies) দু'দশকেরও বেশি সময় ধরে ছন্নছাড়া। এর ফলে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নিকোলাস পুরাণের অবসরের ক্ষেত্রেও ঠিক সেটাই দেখা গেল।

Nicholas Pooran Announced Retirement: ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs West Indies) সাদা বলের সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। কারণ, আইপিএল-এ (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে খেলে ক্লান্ত ছিলেন। ছুটি মঞ্জুরও করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (Cricket West Indies)। কিন্তু এরই মধ্যে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিলেন নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। মঙ্গলবার ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই ব্যাটার। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১টি ওডিআই ম্যাচ এবং ১০৬টি টি-২০ ম্যাচ খেলেছেন পুরাণ। তিনি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি। অবসর নেওয়ায় সেই সুযোগ আর থাকল না। ওয়েস্ট ইন্ডিজের যে কোনও ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ম্যাচ খেলবেন। কিন্তু টি-২০ লিগের যুগে ক্রিকেটারদের মনোভাব বদলে গিয়েছে। দেশের হয়ে খেলার বদলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলে বেশি অর্থ উপার্জন করা যায়। পুরাণও সেই পথেই হাঁটছেন।

টি-২০ লিগে খেলবেন পুরাণ

এবারের আইপিএল-এ ভালো ফর্মে ছিলেন পুরাণ। ১৪ ম্যাচ খেলে ৫২৪ রান করেন এই ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই। কিন্তু তারপরেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চাইছেন না এই ব্যাটার। কারণ, বিভিন্ন দেশের টি-২০ লিগে খেললে অনেক বেশি লাভ। আইপিএল-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেললে যে অর্থ পাওয়া যায়, তা দিতে পারে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন পুরাণ

বোর্ডের সঙ্গে দ্বন্দ্বেই অবসর?

গত বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তিতে জায়গা পাননি পুরাণ। এই কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। তাছাড়া অর্থও বড় ভূমিকা পালন করল। ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় দলের হয়ে খেলার বদলে বিভিন্ন দেশের টি-২০ লিগে খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পুরাণও সেই দলেই আছেন। নিজের ভবিষ্যতের কথা ভেবেই তিনি অর্থ রোজগারের পথ বেছে নিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড