ইনস্টাগ্রাম বায়োতে মুছে ফেললেন 'ক্রিকেটার', অবসরের ইঙ্গিত ভুবনেশ্বর কুমারের?

Published : Jul 29, 2023, 08:42 PM IST

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন ভুবনেশ্বর কুমার। অনেক সাফল্যও পেয়েছেন এই সিমার। তবে গত কয়েক মাস ধরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপেও খেলার সুযোগ পাবেন না।

PREV
110
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন, ইঙ্গিত দিলেন ভুবনেশ্বর কুমার

ভারতীয় দলের সিমার ভুবনেশ্বর কুমার শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত দিলেন এই ক্রিকেটার।

210
ইনস্টাগ্রাম বায়ো থেকে 'ক্রিকেটার' শব্দটা মুছে ফেললেন ভুবনেশ্বর কুমার

এতদিন ভুবনেশ্বর কুমারের ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল 'ভারতীয় ক্রিকেটার'। এখন লেখা আছে 'ক্রিকেটার'। এতেই তাঁর অবসরের জল্পনা তৈরি হয়েছে।

310
গত সপ্তাহেই রিঙ্কু সিংয়ের সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যকাডেমিতে দেখা যায় ভুবনেশ্বর কুমারকে

আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন ভুবনেশ্বর কুমার। তবে এখন তাঁর বয়স ৩৩ বছর। ফলে খুব বেশিদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না।

410
সম্প্রতি আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভুবনেশ্বর কুমার

২০১৪ থেকে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ভুবনেশ্বর কুমার। তবে এবারের আইপিএল-এ তিনি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

510
২০২২-এর নভেম্বরের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি ভুবনেশ্বর কুমার

ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২১টি টেস্ট ম্যাচ, ১২১টি ওডিআই এবং ৭৭টি টি-২০ ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর কুমার। ২০১৮ সাল থেকে তিনি আর টেস্টে খেলার সুযোগ পাচ্ছেন না।

610
প্রায় দেড় বছর ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি ভুবনেশ্বর কুমার

২০২২-এর জানুয়ারির পর থেকে আর ওডিআই ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি ভুবনেশ্বর কুমার। এই ফর্ম্যাটে আর হয়তো তিনি খেলার সুযোগ পাবেন না। 

710
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পেয়েছেন ভুবনেশ্বর কুমার

ভারতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই ম্যাচে অর্ধশতরান করেছেন ভুবনেশ্বর কুমার। টেস্টে তাঁর সর্বাধিক স্কোর অপরাজিত ৬৩। ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক স্কোর অপরাজিত ৫৩।

810
ভারতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টগুলিতে ভালো বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ মিলিয়ে ২৬টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর কুমার। তাঁর উইকেট সংখ্যা বোলিংয়ের গড় ২৯। ইকনমি রেট ৪.৫৫। 

910
গত কয়েক বছরে বারবার চোট পেয়ে অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছেন ভুবনেশ্বের কুমার

চোটপ্রবণ ক্রিকেটার ভুবনেশ্বর কুমার। বারবার চোট পাওয়ায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট সাফল্য পাননি। 

1010
২০২২-এর টি-২০ বিশ্বকাপে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভুবনেশ্বর কুমার

২০২২-এর টি-২০ বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৬ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বলেই জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।

click me!

Recommended Stories