হোটেলের ঘরেই থেকে গেলেন যশস্বী জয়সোয়াল, দলের বাকিরা চলে গেলেন বিমানবন্দরে

এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। কিন্তু দলীয় শৃঙ্খলার প্রশ্নে তাঁকেও ছাড় দেওয়া হল না।

দলের বাকিরা যখন হোটেল ছেড়ে টিম বাসে উঠে বিমানবন্দরে যেতে তৈরি, তখনও তৈরি হতে পারলেন না যশস্বী জয়সোয়াল। তাঁর জন্য অপেক্ষা করছিলেন দলের সবাই। অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর বাকিদের নিয়ে বাসে উঠে পড়েন। কিন্তু তখনও যশস্বী আসেননি দেখে বাস থেকে নেমে পড়েন রোহিত। তিনি বিরক্ত হয়ে সাপোর্ট স্টাফদের বলেন, যশস্বী কোথায় খুঁজে দেখতে হবে। ভারতীয় দলের ম্যানেজার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকও টিম বাস থেকে নেমে পড়েন। সবাই মিলে আলোচনা করার পর ঠিক হয়, যশস্বীকে হোটেলে রেখেই বিমানবন্দরে পৌঁছে যাবে দল। এরপরেই অ্যাডিলেডের হোটেল থেকে ব্রিসবেনে যাওয়ার জন্য বিমানবন্দরের দিকে রওনা হয় দল।

কেন দেরি যশস্বীর?

Latest Videos

বুধবার সকালে অ্যাডিলেডের সময় অনুযায়ী ১০টায় ব্রিসবেনের উড়ান ছিল। সকাল সাড়ে ৮টায় টিম হোটেল থেকে ভারতীয় ক্রিকেটারদের রওনা হওয়ার কথা ছিল। দু'টি বাসে ক্রিকেটারদের বিমানবন্দরে রওনা হওয়ার কথা ছিল। যশস্বী ছাড়া বাকি সবাই ঠিক সময়ে বাসে উঠে পড়েন। হোটেল থেকে বিমানবন্দরের দূরত্ব ৮ কিলোমিটার। এই কারণে বেশি দেরি করতে চাননি রোহিতরা। টিম বাস হোটেল ছাড়ার ২০ মিনিট পর লবিতে নামেন যশস্বী। তিনি সিনিয়র সিকিউরিটি অফিসারের সঙ্গে আলাদা গাড়িতে বিমানবন্দরে রওনা হন। তবে যশস্বী কী কারণে দেরি করলেন, তা জানা যায়নি।

যশস্বীর জরিমানা হবে?

অতীতে রোহিত, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকও ঠিক সময়ে হোটেল থেকে টিম বাস ধরতে পারেননি। তাঁদের জরিমানা হয়েছিল। এবার যশস্বীরও জরিমানা হতে পারে। শৃঙ্খলার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অত্যন্ত কঠোর। দলের কারও শৃঙ্খলাভঙ্গের ঘটনা রেয়াত করা হয় না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অ্যাডিলেডে ব্যর্থতা, আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন বিরাট-রোহিত

আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার

সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি, আর কারা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে? দেখুন পুুরো দল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী