সংক্ষিপ্ত
অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো করলেও, অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় টেস্ট ম্যাচে হেরে গিয়ে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে পড়লেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার ফলেই পিছিয়ে পড়লেন রোহিত-বিরাট। বুধবার র্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। ১৪ নম্বর থেকে একধাক্কায় ২০ নম্বরে নেমে গিয়েছেন বিরাট। অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১ রান করেন এই তারকা ব্যাটার। পারথ টেস্ট ম্যাচে শতরান করার পর আশা করা হয়েছিল প্রিয় স্টেডিয়াম অ্যাডিলেডেও ভালো ব্যাটিং করবেন বিরাট। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। অ্যাডিলেডে কে এল রাহুলকে ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে নিজে ৬ নম্বরে ব্যাটিং করেন রোহিত। কিন্তু তিনি ২ ইনিংস মিলিয়ে মাত্র ৯ রান করেন। এর ফলে র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গিয়েছেন ভারতের অধিনায়ক।
র্যাঙ্কিংয়ে উপরের দিকে যশস্বী জয়সোয়াল
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার আগে তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি এখন ৪ নম্বরে আছেন। অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রান পাননি যশস্বী। এরপর দ্বিতীয় ইনিংসে ২৪ রান করেন এই তরুণ। এর আগে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১৬১ রান করেন যশস্বী। এর ফলেই তিনি এখনও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উপরের দিকেই আছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা স্থানে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তিনি ৩ ধাপ নেমে ৯ নম্বরে নেমে গিয়েছেন।
বোলারদের তালিকার শীর্ষে জসপ্রীত বুমরা
অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার সুবাদে ফের আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। তাঁর ভালো পারফরম্যান্স অব্যাহত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেনিসটাও ভালোই খেলেন, বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও
আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার
সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি, আর কারা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে? দেখুন পুুরো দল