পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুটা ভালোভাবে করার পর অ্যাডিলেডে হেরে গিয়ে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ জিততে মরিয়া ভারত।
ব্রিসবেনের দ্য গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। অ্যাডিলেড টেস্ট ম্যাচে হারের পর ভারতীয় দলে একাধিক বদল হয়েছে। হর্ষিত রানা ও রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে দলে এসেছেন রবীন্দ্র জাডেজা ও আকাশ দীপ। চলতি সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেলেন জাডেজা। এই অলরাউন্ডার দলে ফেরায় ভারতের ব্যাটিং লাইনআপের শক্তি বাড়বে। জাডেজার স্পিন বোলিংও কাজে লাগতে পারে। আকাশ দীপের পেস বোলিংও কার্যকর হবে বলে আশায় ভারতীয় শিবির। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।
ফের মিডল অর্ডারে রোহিত শর্মা
এই ম্যাচেও ব্যাটিং ওপেন করার বদলে মিডল অর্ডারেই থাকছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গাব্বা টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।
অস্ট্রেলিয়া দলেও পরিবর্তন
অ্যাডিলেড টেস্ট ম্যাচে জশ হ্যাজেলউডের পরিবর্তে খেলেছিলেন স্কট বোল্যান্ড। ব্রিসবেনে আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেলেন হ্যাজেলউড। বাদ পড়লেন বোল্যান্ড। অ্যাডিলেড টেস্ট ম্যাচে জয় পাওয়ার পরেও দলে বদল আনল অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- উসমান খাজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জশ হ্যাজেলউড।
আবহাওয়ার সুযোগ নিতে তৈরি ভারত
ব্রিসবেনের আকাশ মেঘলা। পিচে ঘাসও আছে। পরিবেশ-পরিস্থিতির সুযোগ নেওয়ার লক্ষ্যে ভারতের পেসাররা। শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিতে চান বুমরা, সিরাজরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে
ব্রিসবেনের নেটে লেগ-স্পিন বোলিং! চোট সারিয়ে অনুশীলনে ফিরেই চমক জসপ্রীত বুমরার, ভাইরাল ভিডিও