WPL 2025: মহিলাদের টি-২০ ক্রিকেট লিগের মেগা নিলাম, মোট ১২০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ

মোট ১২০ জন ক্রিকেটার মেগা নিলামে নাম নথিভুক্ত করেছেন। 

উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম রবিবার, বিকেল তিনটেয় বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। স্পোর্টস ১৮ নেটওয়ার্ক এবং জিও সিনেমায় ডব্লিউপিএল-এর নিলাম সরাসরি দেখানো হবে।

মোট ১২০ জন ক্রিকেটার নিলামে তাদের নাম নথিভুক্ত করেছেন। তার মধ্যে ৯১ জন ভারতীয় খেলোয়াড়। এছাড়া ২৯ জন বিদেশী খেলোয়াড়ও নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। বিভিন্ন দলের মোট ১৯ জন খেলোয়াড়কে নিলামে কেনা হবে। তার মধ্যে পাঁচজন বিদেশী খেলোয়াড়ও আছেন। আনক্যাপড বিভাগে ৮২ জন ভারতীয় খেলোয়াড় নিলামে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন।

Latest Videos

অন্যদিকে, আটজন বিদেশী ক্রিকেটারও এই বিভাগে রয়েছেন। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় থাকতে পারবেন। যার মধ্যে ছয়জন বিদেশী খেলোয়াড় রাখা যাবে। গুজরাত টাইটান্সে সবচেয়ে বেশি খেলোয়াড় দরকার এবার। দুইজন বিদেশী খেলোয়াড় সহ চারজন খেলোয়াড়কে নিলামে গুজরাত দলে নিয়ে আসতে হবে। মোট ৪.৪ কোটি টাকা গুজরাতের হাতে রয়েছে।  অপরদিকে ইউপি ওয়ারিয়র্সের হাতে একজন বিদেশী খেলোয়াড় সহ তিনজন খেলোয়াড় রয়েছে।

ওদিকে ২.৫ কোটি টাকা হাতে থাকা দিল্লি ক্যাপিটালসের চারজন খেলোয়াড় প্রয়োজন। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলেও চারটি খালি জায়গা রয়েছে। ইংল্যান্ডের উইকেটরক্ষক হেদার নাইট, লরেন বেল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আলানা কিং, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডেন্ট্রা ডটিন, দক্ষিণ আফ্রিকার লিসেল লি, ভারতীয় খেলোয়াড় স্নেহা রানা, এই ক্রিকেটারদের নিলামে সবচেয়ে বেশি চাহিদা থাকবে বলে মনে করছেন অনেকে। 

উল্লেখ্য, এর আগে পাঁচটি দলই তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল। স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌর, এলসি পেরি, শেফালি ভার্মা, মেগ ল্যানিং, এদেরকে ছাড়া হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

জাল পাসপোর্ট মামলায় Mamata Banerjee-কে ধুয়ে দিলেন Sukanta Majumdar, দেখুন কী বলছেন তিনি
সনাতন শ্রী গীতা গুরুকুলের মিছিলে Bangladesh-এ শান্তি ফেরানোর আহ্বান! Phulia-র রাস্তায় মহামিছিল
ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
জয়নগরের মোয়া এত টেস্টি হয় কেন? খোঁজ নিল এশিয়ানেট নিউজ বাংলা, দেখুন আমাদের প্রতিবেদন | Jaynagar Moya