সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে

২০২৫ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। আইপিএল-এর আগে টি-২০ ফর্ম্যাটে ভালো ফর্মে রাহানে।

জাতীয় দলের হয়ে আর হয়তো খেলার সুযোগ পাবেন না। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন অজিঙ্কা রাহানে। এই অভিজ্ঞ ব্যাটার যেখানেই খেলার সুযোগ পাচ্ছেন, সেখানেই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন। মুম্বইয়ের হয়ে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ ব্যাটিং করছেন রাহানে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩৫৬ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৩ বার শতরানের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে তাঁকে। দু'বার ৯৮, একবার ৯৫ এবং একবার ৮৪ রান করেছেন রাহানে। এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স শিবির। কারণ, ২০২৫ সালের আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলবেন রাহানে।

কেকেআর-এর সম্পদ হয়ে উঠবেন রাহানে?

Latest Videos

২০২৩ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান রাহানে। তিনি দলকে পঞ্চম আইপিএল খেতাব জিততে সাহায্য করেন। এবার কেকেআর-এর হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চান এই অভিজ্ঞ ব্যাটার। টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রাহানে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত ৬ বার ৫০-এর বেশি রান করেছেন তিনি। এই ফর্ম ধরে রাখতে পারলে আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাবেন রাহানে।

কেকেআর-এর অধিনায়ক হওয়ার দৌড়ে রাহানে?

২০২৪ সালের আইপিএল-এ কেকেআর-এর অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু তাঁকে এবার দলে রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট। নিলামে প্রথমে কোনও দলেই জায়গা পাননি রাহানে। পরে তাঁকে দেড় কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। ২০২৫ সালের আইপিএল-এর জন্য এখনও কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি কেকেআর। ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, কেকেআর-এর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন রাহানে। যদিও কেকেআর ম্যানেজমেন্ট এখনও এ বিষয়ে কোনও ইঙ্গিত দেয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টেনিসটাও ভালোই খেলেন, বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও

আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার

২০২৫ সালের আইপিএল-এর জন্য কেমন দল গড়ল সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News
সনাতন শ্রী গীতা গুরুকুলের মিছিলে Bangladesh-এ শান্তি ফেরানোর আহ্বান! Phulia-র রাস্তায় মহামিছিল