লক্ষ্য বর্ডার-গাভাসকর ট্রফি জয়, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামাচ্ছে অস্ট্রেলিয়া

Published : Oct 28, 2024, 11:51 AM ISTUpdated : Oct 28, 2024, 12:31 PM IST
Cricket Australia is set to start the pre-season from the end of May under new rules

সংক্ষিপ্ত

এখন ক্রিকেট দুনিয়ায় খুব একটা শক্তিশালী দল নয় পাকিস্তান। বিশেষ করে বিদেশের মাটিতে সাফল্য পাচ্ছে না পাকিস্তান। এই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজকে গুরুত্ব দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজকে কোনওরকম গুরুত্ব দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে যাঁদের থাকা নিশ্চিত, তাঁদের কাউকেই পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রাখা হয়নি। এই সিরিজের জন্য ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেট দলের অধিনায়ক মিচেল মার্শ এবং টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স পারথে ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। ফলে অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখা যাবে। অতীতে কখনও অধিনায়ক ছাড়া দল ঘোষণা করা হয়নি। এবার অভিনব ঘটনা দেখা গেল। এই ঘটনাই দেখিয়ে দিচ্ছে, পাকিস্তান দলকে শক্তিশালী বলে মনে করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে কারা আছেন?

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলে আছেন- শন অ্যাবট, জেভিয়ার বার্লেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইনগ্লিস, স্পেনসার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা। অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ম্যাক্সওয়েল, ইনগ্লিস ও জাম্পা।

১৪ নভেম্বর শুরু সিরিজ

১৪ নভেম্বর অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-২০ সিরিজ শুরু হচ্ছে। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দল সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এই দলে যারা আছে তারা ধারাবাহিকভাবে টি-২০ ক্রিকেটে প্রতিভার পরিচয় দিয়েছে। ওরা আন্তর্জাতিক ক্রিকেটে আরও অভিজ্ঞতা অর্জন করতে চলেছে। বিশেষ করে জেভিয়ার, স্পেনসার ও নাথানের জাতীয় দলে ফেরা উৎসাহজনক। এই সিরিজের মাধ্যমে ওরা আন্তর্জাতিক মঞ্চে দক্ষতার পরিচয় দিতে পারবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে নেই মহম্মদ শামি, বোলিং আক্রমণ নিয়ে সমস্যায় পড়বেন রোহিত শর্মা?

ওডিআই, টি-২০ দলের নেতৃত্ব হারালেন, বাবর আজমের জন্য পাকিস্তান দলের দরজা বন্ধ?

অবসর ভেঙে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন ওয়ার্নার? কী জানালেন অস্ট্রেলিয়ার কোচ?

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে